Advertisement

Gay Marriage: মন্ত্রপাঠে মধুরেণ সমাপয়েত, কলকাতায় স্বাড়ম্বরে সমকামী বিয়ে, VIRAL ছবি

ইতিহাসের সাক্ষী হল শহর কলকাতা। গত ৩ জুলাই রবিবার গাঁটছড়া বাঁধলেন এক সমকামী দম্পতি। এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই নব দম্পতির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মন্ত্র পড়ে এক হল চার হাতমন্ত্র পড়ে এক হল চার হাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2022,
  • अपडेटेड 8:45 PM IST
  • কলকাতায় প্রথম সমকামী বিয়ে!
  • ধূমধাম করে এক হল অভিষেক-চৈতন্যের চার হাত

ইতিহাসের সাক্ষী হল শহর কলকাতা। গত ৩ জুলাই রবিবার  গাঁটছড়া বাঁধলেন এক সমকামী দম্পতি। এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই নব দম্পতির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

আরও পড়ুন

বন্ধু চৈতন্য শর্মাকে বিয়ে করলেন কলকাতার ডিজাইনার অভিষেক রায় । রীতিমত শাস্ত্র মেনে  মন্ত্র পড়ে, মালাবদল করে  পিঁড়িতে বসেন  অভিষেক রায় এবং তাঁর বিশেষ বন্ধু চৈতন্য শর্মা। কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। 

ভারতীয় দণ্ডবিধির৩৭৭ (decriminalisation of 377) ধারা বাতিল হয়েছে, আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয় এ দেশে। তবে আইন কি সবটা পারে? এখনও সমকামীতা নিয়ে অকারণ লুকোচুরি, ফিসফাস, অজ্ঞানতা সমাজের পরতে পরতে। এরই মধ্যে অভিষেক রায় এবং চৈতন্য শর্মার বিয়ে নতুন নজির গড়ল। অভিষেক রায় এবং চৈতন্য শর্মার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায়  প্রকাশ পেতেই, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়।  বিয়েতে অতিথি হিসেবে হাজির হন তনুশ্রী শঙ্কর, শ্রীনন্দা শঙ্কর থেকে অনিরুদ্ধ চাকলাদারের মত বিশিষ্টরা। কলকাতায় এই সমপ্রেমী যুগলের বিয়ে বহু মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে বলে মনে করছেন অনেকেই।

অভিষেক পেশায় ফ্যাশন ডিজাইনার হলেও তাঁর সঙ্গী  চৈতন্য তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তাঁদের বিয়ের ছবি বলে দেয় একসঙ্গে পথা চলা শুরু করতে পেরে দুজনে কতটা আনন্দিত।

Read more!
Advertisement
Advertisement