Advertisement

Kolkata Gita path: নাম শুনেই মারধর? ব্রিগেডে গীতাপাঠের দিন চিকেন প্যাটিস বিক্রেতার সঙ্গে কী ঘটেছে? সরব TMC

ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে সমালোচনা তীব্র হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সময় একটি চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে এবং তাঁর টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে।

আমিষ খাবার বিক্রেতাকে মারধরের অভিযোগ।-ফাইল ছবিআমিষ খাবার বিক্রেতাকে মারধরের অভিযোগ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 6:13 PM IST
  • ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে সমালোচনা তীব্র হচ্ছে।
  • ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সময় একটি চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে এবং তাঁর টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে।

ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে সমালোচনা তীব্র হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সময় একটি চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে এবং তাঁর টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। যদিও ভিডিওর সত্যতা নিশ্চিত হয়নি, তবুও ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'যারা আমিষ খাবার খান না, তারা নিজে খাবেন না। কিন্তু বিক্রেতাকে কেন মারধর করা হলো? তাঁরা জীবিকা নির্বাহের জন্য এমন বিক্রি করেন। এই ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি।'

ভিডিওতে দেখা যায়, রবিবার বিক্রেতা প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে দোকান করছিলেন। ঠিক তখনই ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি তাঁকে ধরে মারধর করেন। বিক্রেতার কথায়, '২০ বছর ধরে এই কাজ করছি, কখনও এমন ঘটনা ঘটেনি। সব মাল ফেলে দেওয়া হয়েছে, কিল লাথি সহ কান ধরে ওঠবোস করা হয়েছে। যদি আগে বলা হত, আমি চলে যেতাম।'

কুণাল ঘোষ আরও বলেন, 'বিক্রেতারা ধর্ম বা জাতি দেখে বিক্রি করেন না। ছুটির দিনে অনেক মানুষ আসে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ লজেন্স। যে কেউ খাবে না, তার স্বার্থে, কিন্তু হঠাৎ করে মারধর কেন? কর্মসংস্থান ও জীবিকার জায়গা নষ্ট করা ঠিক নয়।'

 

Read more!
Advertisement
Advertisement