মেট্রো নিয়ে বড় খবর। রবিবার গ্রিন লাইনে মেট্রো চলাচব সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ হাওড়া-সেক্টর ফাইভ লাইনে মিলবে না মেট্রো পরিষেবা। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করা জানাল মেট্রো কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ পদ্বতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে এই ট্রাফিক ব্লক শুরু হবে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে ব্লু লাইনে আগের মতোই রবিবার যেমন পরিষেবা মিলত তেমনটাই মিলবে।
রবিবার ট্রেন না মেলায় যাত্রীরা অসুবিধায় পড়বেন বলে মনে করা হচ্ছে। তবে রবিবার যাত্রী সংখ্য়া তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের সড়ক বাস, ট্যাক্সি, অটোর মতো যানবাহনের উপর নির্ভরশীল থাকতে হবে। জানা গেছে, সোশ্যাল মিডিয়া-সহ একাধিক মাধ্যমে এই পরিষেবা বন্ধ থাকার কথা ঘোষণা করছে মেট্রো।
প্রসঙ্গত, সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন, গত পাঁচ বছরে মেট্রোয় আত্মহত্যার ঘটনা সর্বাধিক ঘটেছে ২০২৪ সালে। তিনি জানিয়েছেন, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা শীর্ষে পৌঁছেছে গত বছর। ২০২০ সালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা করেছিলেন ১ জন। ২০২১ সালে এ ধরনের ঘটনা ঘটেনি। ২০২২ সালে ৫ জন এবং ২০২৩ সালে ৪ জন আত্মহত্যা করেছিলেন। কিন্তু ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭-এ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বাধিক। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্তই ইতিমধ্যে ২ জন আত্মহত্যা করেছেন বলে জানান রেলমন্ত্রী।
মেট্রোয় আত্মহত্যা রুখতে ‘স্লাইডিং দরজা’ এবং গার্ডরেল বসানোর মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত গ্রিন লাইনের ১২টি স্টেশনে ইতিমধ্যেই ‘স্লাইডিং দরজা’ বসানো হয়েছে। পাশাপাশি, ব্লু লাইনের (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) কালীঘাট স্টেশনে পরীক্ষামূলকভাবে গার্ডরেল বসানো হয়েছে। তবে এই ব্যবস্থায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত হলেও আত্মহত্যা ঠেকানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।