Advertisement

'শুভেন্দু অধিকারীর কথা মতোই বসাতে হবে CCTV', পুলিশকে নির্দেশ হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়ে ছিলেন যে, তাঁরা লক্ষ্য করেছেন এমন জায়গায় রাজ্য পুলিশ সিসিটিভি ক্যামেরা (CC Camera) লাগাচ্ছে যেখানে ক্যামেরা থাকলে বিরোধী দলনেতার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে রাজ্য পুলিশকে। 

সিসিটিভি নিয়ে হাইকোর্টের নির্দেশ
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 3:43 PM IST
  • শুভেন্দু অধিকারীর নিরাপত্তা মামলা
  • বিরোধী দলনেতার কথা মতোই বসাতে হবে সিসিটিভি
  • রাজ্য পুলিশকে নির্দেশ হাইকোর্টের

বাড়িতে এবং বাড়ির বাইরে যেখানে শুভেন্দু অধিকারী বলবেন, সেখানেই সিসিটিভি (CCTV) লাগাতে হবে পুলিশকে। নিজের ইচ্ছে মতো সিসিটিভি লাগাতে পারবে না পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত এক মামলায় সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার।
 
কাজ করতে গিয়ে তিনি রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাই তাঁর নিরাপত্তা প্রয়োজন, এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মামলার শুনানিতে এর আগেও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি পর্যবেক্ষণে রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা একজন পূর্ণ বা ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা রাখেন। রাজ্যের উচিত বিরোধী দলনেতার পদকে যথাযথ মর্যাদা দেওয়া। 

একই মামলাতে শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়ে ছিলেন যে, তাঁরা লক্ষ্য করেছেন এমন জায়গায় রাজ্য পুলিশ সিসিটিভি ক্যামেরা (CC Camera) লাগাচ্ছে যেখানে ক্যামেরা থাকলে বিরোধী দলনেতার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে রাজ্য পুলিশকে। 

আজ সোমবার এই মামলার শুনানিতে ফের সিসিটিভি ক্যামেরা নিয়ে রাজ্যকে নির্দেশ দিল মহামান্য হাইকোর্ট (High Court)। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থার নির্দেশ দেন, রাজ্য পুলিশ নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারবে না। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী যেখানে বলবেন সেখানে ক্যামেরা লাগাতে হবে রাজ্য পুলিশকে। 

আরও পড়ুনশরীরে এই লক্ষণগুলি দেখছেন? বিপদ! আগে মোবাইল দূরে সরান

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement