Advertisement

Kolkata Kalipuja 2025: ফাটাকেষ্ট থেকে ঠনঠনিয়া, কলকাতার সেরা ১০ কালীপুজো; আলোয় ভাসবে তিলোত্তমা

দুর্গাপুজোর পর কলকাতা এবার প্রস্তুতি নিচ্ছে আলোর উৎসব, কালীপুজো ও দীপাবলির। শহরজুড়ে এখন কালীর আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত ভক্তরা। ঐতিহ্যবাহী পারিবারিক পুজো থেকে শুরু করে থিমভিত্তিক বিশাল প্যান্ডেল, সব মিলিয়ে 'কালী কালকাত্তেওয়ালি'র শহর এক নব উদ্দীপনায় মাতোয়ারা।

কলকাতার ১২টি বিখ্যাত কালীপুজো।-গ্রাফিক্সকলকাতার ১২টি বিখ্যাত কালীপুজো।-গ্রাফিক্স
সুকমল শীল
  • কলকাতা ,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 2:09 PM IST
  • দুর্গাপুজোর পর কলকাতা এবার প্রস্তুতি নিচ্ছে আলোর উৎসব, কালীপুজো ও দীপাবলির।
  • শহরজুড়ে এখন কালীর আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত ভক্তরা। ঐতিহ্যবাহী পারিবারিক পুজো থেকে শুরু করে থিমভিত্তিক বিশাল প্যান্ডেল, সব মিলিয়ে 'কালী কালকাত্তেওয়ালি'র শহর এক নব উদ্দীপনায় মাতোয়ারা।

দুর্গাপুজোর পর কলকাতা এবার প্রস্তুতি নিচ্ছে আলোর উৎসব, কালীপুজো ও দীপাবলির। শহরজুড়ে এখন কালীর আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত ভক্তরা। ঐতিহ্যবাহী পারিবারিক পুজো থেকে শুরু করে থিমভিত্তিক বিশাল প্যান্ডেল, সব মিলিয়ে 'কালী কালকাত্তেওয়ালি'র শহর এক নব উদ্দীপনায় মাতোয়ারা।

এই বছরও শহরের বিভিন্ন প্রান্তে পুরোনো ঐতিহ্য ও আধুনিক সজ্জার মিশ্রণে কালীপুজো পালিত হবে। দেখে নেওয়া যাক কলকাতার কিছু বিখ্যাত ও ঐতিহ্যবাহী কালীপুজোর তালিকা, যা এবছর মিস করা উচিত নয়।

দক্ষিণেশ্বর কালী মন্দির
১৮৫৫ সালে রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির শুধু কলকাতার নয়, সমগ্র ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। দেবীর ত্রাণকর্তা রূপ ভবতারিণীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরে কালীপুজোর রাতে লক্ষাধিক ভক্ত ভিড় জমায়। সোনালী আলোয় স্নাত মন্দির চত্বর হুগলির তীরে যেন এক আধ্যাত্মিক জগৎ তৈরি করে।

দক্ষিণেশ্বর কালী মন্দির।-ফাইল ছবি

কালীঘাট কালী মন্দির
৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম কালীঘাট মন্দির কালীপুজোর কেন্দ্রবিন্দু। কয়েক শতাব্দী পুরনো এই মন্দিরে দেবী কালিকা রূপে পুজিত হন। হিংস্র, করুণাময় ও সর্বদা রক্ষাকারী। পুজোর রাতে ভক্তদের ভিড়ে মুখর থাকে গোটা এলাকা, গলিগুলো ভরে ওঠে ধূপ, আলো আর শাঁখের শব্দে।

ঠনঠনিয়া কালী বাড়ি, কলেজ স্ট্রিট
বিধান সরণির অন্তরে লুকিয়ে থাকা ঠনঠনিয়া কালী বাড়ি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো। বড় প্যান্ডেলের কোলাহল থেকে দূরে এখানকার পরিবেশ শান্ত ও নিবিড়। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে, ভোগ নিবেদন করে একান্ত ভক্তিভরে মায়ের আরাধনা করেন।

ফাটাকেষ্টর কালী পুজো, কলেজ স্ট্রিট
কলকাতার প্রাচীনতম পাড়ার পুজোগুলির মধ্যে অন্যতম ‘ফাটা কেষ্টোর কালী পুজো’ এবারও ৬৫ বছরের ঐতিহ্য ধরে রাখছে। ১৯৫৭ সালে কেশবচন্দ্র স্ট্রিটে কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ‘ফাটা কেষ্ট’-র উদ্যোগে শুরু হওয়া এই পুজো আজও স্থানীয় আবেগের কেন্দ্র। ঐতিহ্যবাহী আচার, সাংস্কৃতিক পরিবেশনা ও পাড়ার ঐক্যের প্রতীক এই উৎসব।

ফাটাকেষ্টর কালীপুজো।-ফাইল ছবি

চেতলা ডাকাত কালী পুজো
প্রায় ৫৫০ বছরের পুরনো চেতলার ডাকাত কালী পুজো আজও তার ভয়ঙ্কর ও রক্ষাকারী রূপে পূজিত হন। বিশ্বাস, দেবী নাকি চেতলার বাসিন্দাদের অশুভ শক্তি থেকে রক্ষা করেন। প্রতিমা সাজানো হয় সোনা–রুপো ও ফুলে, আর ভোররাত পর্যন্ত চলে আরাধনা ও আরতি।

Advertisement

আরাধনা সমিতি, আলিপুর
আলিপুরের আরাধনা সমিতির পুজোয় দেবী চামুণ্ডার আরাধনা হয়, যিনি পৌরাণিক কাহিনীতে শুম্ভ–নিশুম্ভের সেনাপতি চণ্ড–মুণ্ডকে বধ করেছিলেন। এ বছর পুজোর ৭৮ তম বর্ষে, এখানে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভক্তি ও সামাজিক চেতনার এক অনন্য মেলবন্ধন ঘটবে।

এবিএস স্পোর্টিং ক্লাব, দক্ষিণ কলকাতা
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় বারোয়ারী পুজো এবিএস স্পোর্টিং ক্লাবের কালীপুজো। চামুণ্ডা কালীর পুজো এবং অনন্য থিমের জন্য খ্যাত এই পুজো এবারে ৬৮ তম বর্ষে পদার্পণ করছে। ৩০ ফুট উঁচু কালীমূর্তি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহরবাসীকে আকর্ষণ করবে।

দশদ্রোণ ব্যায়াম সমিতি, নিউ টাউন
নিউটাউনের দশদ্রোণ ব্যায়াম সমিতির কালীপুজো সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম দর্শনীয় উৎসবে পরিণত হয়েছে। শৈল্পিক থিম, সুসংগঠিত সজ্জা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এটিকে নতুন সময়ের কালীপুজোর অন্যতম আকর্ষণ করেছে।

 

Read more!
Advertisement
Advertisement