Advertisement

Kasba Law College Case: 'মামলা না তুললে ভয়ঙ্কর পরিণতি', কসবা গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে হুমকি

ফের খবরের শিরোনামে উঠে এল কসবা ল কলেজের গণধর্ষণকাণ্ড। এবার নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে কসবা ল কলেজে যে ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেই ঘটনার ছাত্রীর পিতা অভিযোগ করেছেন, তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে।

বারুইপুর থানায় অভিযোগ নির্যাতিতার বাবারবারুইপুর থানায় অভিযোগ নির্যাতিতার বাবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 7:22 PM IST

ফের খবরের শিরোনামে উঠে এল কসবা ল কলেজের গণধর্ষণকাণ্ড। এবার নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে কসবা ল কলেজে যে  ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেই ঘটনার ছাত্রীর পিতা অভিযোগ করেছেন, তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে।

নির্যাতিতার বাবা  জানিয়েছেন, গত ১৯ নভেম্বর তিনি বাড়ি ফিরছিলেন যখন দুইজন ব্যক্তি মোটরবাইকে তাঁকে অনুসরণ করে। প্রাথমিকভাবে তিনি মনোযোগ দেননি, কারণ কেউই তাঁকে চিনতেন না। কিন্তু পরে ওই ব্যক্তি দুইজন তাঁকে বলেন, মামলাটি না তুলে নিলে 'ভয়ঙ্কর পরিণতি' হতে পারে। তখনই তিনি বুঝতে পারেন, এটি তাঁর কন্যার মামলার সঙ্গে সম্পর্কিত।

বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে, বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতা ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, 'আমরা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।'

প্রসঙ্গত, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৪ অভিযুক্তকে নিয়ে ল' কলেজে পুনর্নির্মাণ করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।  পুলিশ জানিয়েছে, জুন ২৫-এর ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল এবং অগাস্টে চার্জশিট জমা দেওয়া হয়েছে। চারজনের মধ্যে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (৫৫) ছাড়া বাকি তিনজন জেলে রয়েছেন। তারা হলেন—প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র (৩১), যিনি কলেজের প্রাক্তন কন্ট্রাকচুয়াল স্টাফ এবং তৃণমূল ছাত্রসংগঠনের প্রাক্তন নেতা, এবং শিক্ষার্থী জয়েব আহমেদ (১৯) ও প্রমিত মুখোপাধ্যায় (২০)।
 

Read more!
Advertisement
Advertisement