Advertisement

Kolkata Weather : বুধবারও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কলকাতাতেও কি ভারী বর্ষণ? বড় আপডেট

সোমবারের মতো অত ভারী বৃষ্টি হবে না বুধবার। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ।

Weather Weather
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2025,
  • अपडेटेड 9:34 PM IST
  • বুধবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
  • বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস

সোমবার রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা ও তার আশপাশের এলাকা। কার্যত অচল হয়ে পড়ে মহানগর। এখনও জল নামেনি সব জায়গা থেকে। চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হবে। এরই মধ্যে বুধবারের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারের মতো অত ভারী বৃষ্টি হবে না বুধবার। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া । বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। 

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও তারপর ভারী বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন

এদিকে এরই মধ্যে বৃহস্পতিবারের আশপাশে আরও একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তা ক্রমশ উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে। পরে অন্ধ্র ও ওড়িশা উপকূল ধরে এগিয়ে যাবে। তখন ফের কলকাতা ও জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। 

প্রসঙ্গত, সোমবার রাতে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। মৌসম ভবন জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ১৭৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ২৪৭.৪ মিলিমিটার। গভীর রাত থেকে সকাল পর্যন্ত হয়েছে এই বর্ষণ। এক ঘণ্টায় আর ২ মিলিমিটার বেশি বৃষ্টি হলেই এই প্রবল বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলা যেত বলে জানাচ্ছেন আবহবিদেরা।


 

Read more!
Advertisement
Advertisement