
রবিবাসরীয় সকালে কলকাতায় আয়োজন করা হয়েছে ম্যারাথনের। যার জেরে ভোর থেকেই দুপুর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কোনও রাস্তা আংশিক ভাবে, আবার কোনও রাস্তা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। রাস্তার পাশাপাশি, সাময়িক ভাবে ট্রাম পরিষেবাও বন্ধ করা হয়েছে।
দুপুর পর্যন্ত কোন কোন রাস্তা বন্ধ?
একাধিক রাস্তা সকাল থেকেই দুপুর পর্যন্ত বন্ধ রয়েছে। সেই তালিকায় রয়েছে ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়ে, এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত), মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোড, রেড রোড।
রবিবার সকাল ১০ টা নাগাদ কলকাতা ট্রাফিক বিভাগের তরফে Bengali.aajtak.in-কে জানানো হয়, পার্কস্ট্রিট এলাকায় একাধিক রাস্তা বন্ধ রয়েছে। কয়েকটি রাস্তায় আংশিক যান চলাচল করছে। এছাড়াও, ময়দান সেক্টরে রেড রোড, হসপটাস রোড, ডাফরিন রোড, বম্বে রোড ক্রসিংয়ে রাস্তা বন্ধ রয়েছে। ম্যারাথন শেষ হওয়ার পর রাস্তা খুলে দেওয়া হবে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ম্যারাথন যত এগোচ্ছে, সেই জায়গাগুলি ধীরে ধীরে ব্লক করা হচ্ছে। তার আগে ওই রাস্তায় যান চলাচল আংশিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে ম্যারাথন এলে রাস্তাগুলি পুরো বন্ধ করা হচ্ছে।
বিকল্প রাস্তা কী আছে?
রবিবারেও যে শহরবাসী কাজের জন্য বেরিয়েছেন, তাঁদের গড়িয়াহাট ক্রসিংয়ের জন্য সুইনহো স্ট্রিট বা বন্ডেল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিক গড়িয়াহাট রোডের পশ্চিম দিক ম্যারাথনের জন্য ব্যবহৃত হবে। তাই যাতায়াতের জন্য পূর্ব দিকের রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।