Advertisement

Kolkata Car Parking: কলকাতায় পার্কিং নিয়ে বড় নির্দেশ মেয়রের, এই সময়ের মধ্যে গাড়ি রাখা যাবে না কোনও রাস্তায়

কলকাতা শহরে এবার থেকে সকালের একটি নির্দিষ্ট সময়ে গাড়ি পার্কিং করা যাবে না। কোনও পার্কিং জোনেও ওই সময়ে রাখা যাবে না গাড়ি। মেয়র ফিরহাদ হাকিম এই নিয়ে বড়সড় নির্দেশিকা দিয়েছেন। কী অনুরোধ মহানাগরিকের?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 12:54 PM IST
  • একটি নির্দিষ্ট সময়ে গাড়ি পার্কিং করা যাবে না কলকাতায়
  • কোনও পার্কিং জোনেও ওই সময়ে রাখা যাবে না গাড়ি
  • মেয়র ফিরহাদ হাকিম এই নিয়ে বড়সড় নির্দেশিকা দিয়েছেন

কলকাতায় পার্কিং নিয়ে বড় নির্দেশিকা দিল পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে নির্দিষ্ট করে দেওয়া সময়ে কলকাতার কোনও রাস্তাতেই আর গাড়ি পার্ক করা যাবে না।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতা শহরের কোনও রাস্তাতেই গাড়ি পার্ক করা যাবে না। এমনকী, পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা রাস্তাতেও নয়। 

মহানাগরিক ইতিমধ্যেই এই মর্মে পুর কমিশনার সুমিত গুপ্তকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হিসেবে পড়ে থাকা গাড়িগুলিকেও সরিয়ে ফেলার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে পুরসভা। 

ঘটনার সূত্রপাত শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের একটি ফোন কলকে কেন্দ্র করে। হালতু কায়স্থপাড়ার বাসিন্দা এক মহিলা ফোন করে অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে অনুমতি ছাড়াই পার্কিং চলছে। কেউ বা কারা দিনের পর দিন ময়লাও ফেলে যাচ্ছে সেখানে। সাফাই কর্মীরা দু'টি গাড়ির মধ্যে থাকা জঞ্জাল সাফাই করতে পারছেন না। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। 

এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেন মেয়র। তিনি বলেন, 'আমার সাফাই কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনভর কাজ করেন। মাঝে মধ্যে অভিযানও চালানো হয়। কিন্তু পার্কিং জোন বা রাস্তার ধারে সার দিয়ে গাড়ি রাখার জন্য রাস্তা সাফাই হবে না, এমনটা হতে পারে না। তাই কলকাতার নাগরিক ও সাফাই কর্মীদের স্বার্থেই সকালে দু'ঘণ্টা রাস্তার ধারে কোনও ধরনের গাড়ি রাখা যাবে না। এই দু'ঘণ্টা আমাদের রাস্তা ঝাঁট দেওয়ার সুযোগ দিন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তায় কোনও গাড়ি পার্কিং করবেন না। শহরে প্রচুর নাইট সার্ভিস গ্যারাজের বন্দোবস্ত আছে, সেখানে রাখুন।'

কেবলমাত্র ব্যক্তিগত গাড়ি নয়, পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের যে সব রাস্তায় রাতে বাস ও মিনিবাস রাখা হয়, সেগুলিও সকাল ৭টার মধ্যে সরিয়ে রাখতে হবে। ধর্মতলার বেসরকারি গুমটির থেকেও বাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

মেয়র বলেন, 'অনেকের গাড়ি আছে কিন্তু তা রাখার জন্য নির্দিষ্ট কোনও জায়গা নেই। তাদেরও রাস্তা পরিষ্কার রাখতে ওই নির্দিষ্ট সময়টুকু রাস্তার উপর থেকে গাড়ি সরিয়ে নিতে হবে। দিনের পর দিন রাস্তায় মালিকানাহীন, পরিত্যক্ত গাড়ি পড়ে থাকে। পুলিশও গাড়ি রাখে আইন জটিলতার জন্য। তবে রাস্তায় না রেখে এইসব গাড়ি ধাপায় নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা আছে, সেখানে রাখলে রাস্তা অনেকটাই ফাঁকা থাকে। যান চলাচলেরও সমস্যা হয়নি।'

 

Read more!
Advertisement
Advertisement