Advertisement

Kolkata Metro: বড়দিন-নিউ ইয়ারে পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের কোন গেট খোলা ও বন্ধ? জানাল মেট্রো

বড়দিন ও বর্ষবরণের সময়ে যাত্রীদের নিরাপত্তা ও মসৃণ চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। এই উপলক্ষে পার্ক স্ট্রিট ও ময়দান, দুই মেট্রো স্টেশনেই অস্থায়ী স্টেশন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

কলকাতা মেট্রো।-ফাইল ছবিকলকাতা মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 6:38 PM IST
  • বড়দিন ও বর্ষবরণের সময়ে যাত্রীদের নিরাপত্তা ও মসৃণ চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো।
  • এই উপলক্ষে পার্ক স্ট্রিট ও ময়দান, দুই মেট্রো স্টেশনেই অস্থায়ী স্টেশন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

বড়দিন ও বর্ষবরণের সময়ে যাত্রীদের নিরাপত্তা ও মসৃণ চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। এই উপলক্ষে পার্ক স্ট্রিট ও ময়দান, দুই মেট্রো স্টেশনেই অস্থায়ী স্টেশন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

মেট্রোর তরফে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রীরা শুধুমাত্র প্রবেশ করতে পারবেন
গেট নং ২ (ময়দান এলাকার কাছে)
গেট নং ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে)
অন্যদিকে,
গেট নং ১ (মিউজিয়ামের কাছে),
গেট নং ৫ (মেয়ো রোডের কাছে) এবং
গেট নং ৬ (কিড স্ট্রিটের কাছে)
এই তিনটি গেট শুধুমাত্র বেরোনোর জন্য ব্যবহার করা হবে। গেট নং ৪ সম্পূর্ণ বন্ধ থাকবে।

ময়দান মেট্রো স্টেশনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গেট নং ২ (জীবন দীপ ভবনের কাছে) এবং
গেট নং ৩ (কনক ভবনের কাছে)
এই দুটি গেট দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যাবে।
আর গেট নং ১ (এলিয়ট পার্কের কাছে) থাকবে শুধুমাত্র বেরোনোর জন্য)।

২৫ ডিসেম্বর বাড়তি মেট্রো পরিষেবা
আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উপলক্ষে বিশেষ পরিষেবা চালু রাখার ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বিশেষ করে ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি সময় পর্যন্ত মেট্রো চলবে। তবে ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক নিয়মেই।

ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত মেট্রো
ছুটির দিন হলেও ২৫ ডিসেম্বর ব্লু লাইনে অন্যান্য দিনের তুলনায় বেশি সময় ধরে পরিষেবা চালানো হবে।

শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো: রাত ১০টা ২৩ মিনিট

এই দিন মোট ২২৪টি মেট্রো (১১২ আপ ও ১১২ ডাউন) চলবে।

পরিষেবা শুরু ও ব্যবধান
প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম, উভয় দিক থেকে
সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকেও প্রথম ট্রেন
দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি ৭ মিনিট অন্তর ট্রেন

অতিরিক্ত সংযোগ
এই দিনেও জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো চলবে।

Advertisement

গ্রিন লাইনে ২০১টি পরিষেবা
বড়দিনে গ্রিন লাইনে মোট ২০১টি মেট্রো চলবে। পরিষেবা থাকবে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত।

মেট্রোর ব্যবধান
বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন

প্রথম ও শেষ মেট্রো
সকাল ৬টা ৩৯ মিনিট: সল্টলেক সেক্টর ফাইভ - হাওড়া ময়দান
সকাল ৬টা ৪৫ মিনিট: হাওড়া ময়দান - সেক্টর ফাইভ

শেষ ট্রেন
রাত ৯টা ৫৫ মিনিট: উভয় দিক থেকে
রাত ১০টা ০৫ মিনিট ও ১০টা ২০ মিনিট: হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের অতিরিক্ত দুটি পরিষেবা

অন্যান্য লাইনে স্বাভাবিক পরিষেবা
ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে এদিন কোনও পরিবর্তন করা হচ্ছে না। প্রতিদিনের মতোই পরিষেবা চালু থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement