দুর্গাপুজোর আর একমাসও নেই। প্রতিবারের মতো ব্লু লাইনে ভিড় ক্রমশ বাড়ছে। রবিবারও একই ছবি ধরা পড়েছে কলকাতার একাধিক মেট্রো স্টেশনে। ভিড়ের অন্যতম কারণ, পুজোর শপিং। কিন্তু অত্যাধিক ভিড়ের আসল, কারণ মেট্রোর চূড়ান্ত অব্যবস্থা। রোজই দেখা যাচ্ছে, সন্ধে নাগাদ বিপুল সংখ্যক যাত্রী মেট্রোয় উঠে পড়ছেন। ভেতরে দাঁড়ানোর মতো জায়গা না থাকলে ঠেলে, গুঁতিয়ে উঠছেন লোকজন। সবথেকে বেশি ভিড় হচ্ছে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, কালীঘাট, শ্যামবাজার। মেট্রো কর্তৃপক্ষও জানিয়েছে, সারা দিন যাত্রীসংখ্যা বাড়লেও সন্ধেয় তা চরমে উঠছে।
পাশাপাশি, মহানায়ক উত্তম কুমার (টলিগঞ্জ) ও শহীদ ক্ষুদিরাম (ব্রিজি) স্টেশনের মধ্যে নতুন একটি বিপরীতমুখী পয়েন্ট তৈরির কাজ চলেছে। এই কাজের জন্য রবিবার বিকেল ৩.৪০ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়। জানা গিয়েছে, ২৮ জুলাই কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্ম পিলারে ফাটল দেখা দেওয়ায় পর থেকে শহিদ ক্ষুদিরামকে দক্ষিণ টার্মিনাল হিসেবে ব্যবহার হচ্ছে। নতুন পয়েন্ট তৈরি হলে ট্রেন ঘোরাতে সময় কম লাগবে। এবং প্ল্যাটফর্মে অযথা ভিড় জমবে না।
তবে ঘন ঘন দেরি ও অতিরিক্ত ভিড় নিয়ে চিন্তায় সাধারণ যাত্রীরা। প্রতি বছর পুজোর আগে প্রায় দু'সপ্তাহ থেকেই ভিড় চরম আকার ধারণ করে। ষষ্ঠীতে রেকর্ড ভিড় হয়। পুজোর দিনগুলিতে রাতভর ট্রেন চালু থাকলেও যাত্রীদের আশঙ্কা, এ বছর নতুন রুট এবং ব্লু লাইনে বাড়তি চাপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
শিয়ালদা-এসপ্ল্যানেড, রুবি-বেলেঘাটা ও নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, এই তিনটি নতুন সংযোগ চালু হয়েছে। শিয়ালদহ-এসপ্ল্যানেড চালুর পরই পূর্ব-পশ্চিম করিডোর সম্পূর্ণ হয়। যার ফলে দৈনিক যাত্রীর সংখ্যা গড়ে ১ লক্ষেরও বেশি বেড়েছে। এর জেরে আরও চাপে পড়ছে ব্লু লাইন।