Advertisement

পুজোর আগে বিরাট সস্তা হল Kolkata Metro Card! কত টাকা কমল?

পুজোর ভিড়ের আগে যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। স্মার্ট কার্ডের দাম কমানো হল, সঙ্গে যোগ হল আরও বাড়তি সুবিধা। মেট্রোতে আর ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা নয়-স্মার্ট কার্ড থাকলেই যাত্রা হবে আরও স্বচ্ছন্দ।

কলকাতা মেট্রো স্মার্ট কার্ড।-ফাইল ছবিকলকাতা মেট্রো স্মার্ট কার্ড।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 4:59 PM IST
  • পুজোর ভিড়ের আগে যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো।
  • স্মার্ট কার্ডের দাম কমানো হল, সঙ্গে যোগ হল আরও বাড়তি সুবিধা।

পুজোর ভিড়ের আগে যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। স্মার্ট কার্ডের দাম কমানো হল, সঙ্গে যোগ হল আরও বাড়তি সুবিধা। মেট্রোতে আর ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা নয়-স্মার্ট কার্ড থাকলেই যাত্রা হবে আরও স্বচ্ছন্দ।

নতুন নিয়ম অনুযায়ী, এক বছরের বদলে স্মার্ট কার্ডের বৈধতা হবে পুরো ১০ বছর। এই নিয়ম কার্যকর হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে। ইতিমধ্যেই চলতি মাসে বিক্রি হয়েছে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড। মেট্রো কর্তৃপক্ষের আশা, নতুন নিয়মে আরও বেশি মানুষ স্মার্ট কার্ড কিনতে আগ্রহী হবেন।

নতুন নিয়মে পরিবর্তন কী কী?

স্মার্ট কার্ডের ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা থেকে কমে হল ৫০ টাকা।

ন্যূনতম ইস্যু প্রাইস ১৫০ টাকা থেকে কমে হল ১০০ টাকা (৫০ সিকিউরিটি ডিপোজিট + ৫২ রাইড ভ্যালু + ২ বোনাস)।

স্মার্ট কার্ডের বৈধতা ১ বছর থেকে বেড়ে হল ১০ বছর।

ইতিমধ্যেই চালু থাকা কার্ড রিচার্জ করলে তার মেয়াদও ১০ বছর পর্যন্ত বাড়ানো হবে।

নতুন কার্ডের বৈধতা ইস্যুর দিন থেকে নয়, প্রথমবার গেটে সোয়াইপ করার দিন থেকে গণনা হবে।

রিচার্জ ভ্যালুতে ৫% বোনাস সুবিধা আগের মতোই থাকবে।

সহজলভ্য স্মার্ট কার্ড ও রিচার্জ সুবিধা

স্মার্ট কার্ড পাওয়া যাবে ASCRM মেশিন ও বুকিং কাউন্টার-দুটো জায়গা থেকেই। রিচার্জ করা যাবে ASCRM মেশিন, অনলাইন এবং বুকিং অফিসে।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আহ্বান জানিয়েছে, ভিড় এড়াতে স্মার্ট কার্ড বেশি করে ব্যবহার করার জন্য। বিশেষত উৎসবের সময় বা ব্যস্ত সময়ে এই সুবিধা যাত্রীদের ভ্রমণকে অনেক আরামদায়ক করে তুলবে।

এছাড়া যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করতে পারবেন এবং ভাড়ায় পাবেন ৫% ছাড়। নিয়মিত যাত্রীরা দীর্ঘমেয়াদে এই কার্ড ব্যবহার করতে পারবেন, আর স্বল্পমেয়াদি ভ্রমণকারীরা যাত্রা শেষে কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement