Advertisement

Kolkata Metro Christmas: পার্কস্ট্রিট থেকে ফিরতে রাত হলেও চিন্তা নেই, স্পেশাল মেট্রো বেশি রাতেও, কখন?

বড়দিন উপলক্ষে সাজ সাজ রব কলকাতায়। বিশেষত, কলকাতার পার্ক স্ট্রিট এলাকা আজ জমজমাট। সকাল থেকেই এখানে জমা হবে ভিড়। আর উৎসাহী জনতার একটা বড় অংশ পার্ক স্ট্রিটে পৌঁছনোর ক্ষেত্রে বেছে নেবেন শহরের লাইফলাইন মেট্রোকে। তাই আজ মেট্রোর উপর একটু বাড়তি চাপ থাকবেই। আর সেই চাপ সামাল দিতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। 

কলকাতা মেট্রোয় বড়দিনকলকাতা মেট্রোয় বড়দিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2025,
  • अपडेटेड 9:13 AM IST
  • পার্ক স্ট্রিটে পৌঁছনোর ক্ষেত্রে বেছে নেবেন শহরের লাইফলাইন মেট্রোকে
  • তাই আজ মেট্রোর উপর একটু বাড়তি চাপ থাকবেই
  • একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো

বড়দিন উপলক্ষে সাজ সাজ রব কলকাতায়। বিশেষত, কলকাতার পার্ক স্ট্রিট এলাকা আজ জমজমাট। সকাল থেকেই এখানে জমা হবে ভিড়। আর উৎসাহী জনতার একটা বড় অংশ পার্ক স্ট্রিটে পৌঁছনোর ক্ষেত্রে বেছে নেবেন শহরের লাইফলাইন মেট্রোকে। তাই আজ মেট্রোর উপর একটু বাড়তি চাপ থাকবেই। আর সেই চাপ সামাল দিতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। 

তাদের পক্ষ থেকে জানান হয়েছে ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রীরা গেট নম্বর ২ থেকেই বেরতে পারবেন। এই গেটটা রয়েছে ময়দান এলাকার দিকে। এছাড়া গেট নম্বর ৩ আউটলেট দিয়েও প্রবেশ করা যাবে। এটি আবার বাজার কলকাতার আউটলেটের কাছে। 

অন্যদিকে ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে অবস্থিত গেট নম্বর ১, মেয়ো রোডের কাছে অবস্থিত গেট নম্বর ৫ এবং কিড স্ট্রিটের কাছে অবস্থিত গেট নম্বর ৬ দিয়ে শুধু বেরনো যাবে। আর একবারে বন্ধ থাকবে গেট নম্বর ৪। 

এছাড়া ময়দান স্টেশনের গেট নম্বর ২ এবং গেট নম্বর ৩ শুধুমাত্র এন্ট্রির জন্য খোলা থাকবে। গেট নম্বর ১ ব্যবহার করা যাবে এক্সিটের জন্য।

বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা
আজ যে মেট্রোর উপর চাপ থাকবে, এই কথাটা মোটের উপর সকলেই জানেন। আর এই বিষয়টা আগেভাগে বুঝে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে। 

২৫ ডিসেম্বর ব্লু লাইন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে মেট্রো ছেড়ে বেরিয়ে গিয়েছে। একই সময় শহিদ ক্ষুদিরাম থেকেও মেট্রো চালু হয়েছে। তবে রাতের দিকে পরিষেবা কিছুটা সময়ের জন্য বাড়ানো হয়েছে। এ দিন পাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে। অপরদিকে দক্ষিণেশ্বর থেকে রাত ১০টা ২৩ মিনিটে ছাড়বে মেট্রো।

 
কতগুলি ট্রেন চলবে? 
মেট্রোর পক্ষ থেকে জানান হয়েছে এ দিন ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো পরিষেবা মিলবে। তবে দুপর থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। 

Advertisement

ও দিকে গ্রিন লাইনে এ দিন আবার ২১০টি মেট্রো চালানো হবে। এই লাইনে রাত ১০টা ২০ মিনিট থেকে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পর্ক পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলবে। এই লাইনের শেষ মেট্রো চলবে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে যারা গাড়িতে ফিরবেন, তারা একটু আগেভাগে বেরবেন। নইলে জ্যামের জন্য ফিরতে লেট হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement