Advertisement

Kolkata Metro Durga Puja Timing: ষষ্ঠীর সকালে প্রথম মেট্রো কখন? পুজোর বাকি দিনগুলির টাইম টেবিলও ঝালিয়ে নিন

পুজোর ৫ দিন কোন কোন রুটে কখন মেট্রো চলবে মনে আছে কি? না থাকলে প্যান্ডেল হপিং করতে বেরোনোর আগে ঝালিয়ে নিন। কোন রুটে একদমই মেট্রো চলবে না? রইল দুর্গাপুজোর সম্পূর্ণ মেট্রো টাইম টেবিল।

দুর্গাপুজোয় কোন দিন কখন চলবে মেট্রো? দুর্গাপুজোয় কোন দিন কখন চলবে মেট্রো?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 2:42 PM IST
  • পুজোর ৫ দিন কোন রুটে কখন মেট্রো?
  • সকালের প্রথম মেট্রো কখন চলবে?
  • পুজোর টাইম টেবিল ঝালিয়ে নিন

মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টি নামছে, তাও কলকাতা এখনও শারদোৎসবে মাতোয়ারা। পুজোর ক'টা দিন চুটিয়ে প্যান্ডেল হপিং আর খাওয়া-দাওয়া নিয়েই থাকতে চায় শহরবাসী। আর এই ঠাকুর দেখার জন্য বাস-অটো না ঠেঙিয়ে মেট্রো সফরই বেছে নিচ্ছেন অধিকাংশ। ভিড় হলেও কম সময়ে হাতের নাগালে অনেকগুলো পুজো প্যান্ডেল একসঙ্গে দেখার জন্য পাতাল পথই প্রিয় তাদের। সরকারি অফিস, ব্যাঙ্ক, স্কুল-কলেজে ছুটি পড়লেও বহু বেসরকারি অফিস চলবে ষষ্ঠী পর্যন্ত। ফলে সকলেরই প্রশ্ন ষষ্ঠী থেকে দশমী কখন মিলবে মেট্রো পরিষেবা? বহুদিন আগে থেকেই মেট্রোর পুজোর টাইম টেবিল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আপনার মনে আছে তো? না থাকলে ঝালিয়ে নিন bangla.aajtak.in-এর প্রতিবেদনে। 

মেট্রোর পুজোর টাইম টেবিল

ব্লু লাইন

পঞ্চমী: শনিবার, ২৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্লু লাইনে মিলবে মেট্রো পরিষেবা।
ষষ্ঠী: রবিবার, ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। ২৪৬টি পরিষেবা মিলবে। 
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১টায় মেট্রো শুরু হবে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে। চলবে ভোর ৪টে পর্যন্ত। মিলবে ২৪৬টি পরিষেবা।
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১টায় মেট্রো শুরু হবে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে। চলবে ভোর ৪টে পর্যন্ত। মিলবে ২৪৬টি পরিষেবা।
নবমী: ১ অক্টোবর, বুধবার দুপুর ১টায় মেট্রো শুরু হবে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে। চলবে ভোর ৪টে পর্যন্ত। মিলবে ২৪৬টি পরিষেবা। 
দশমী: বৃহস্পতিবার, ২ অক্টোবর ব্লু লাইনে মেট্রো শুরু হবে দুপুর ১টা থেকেই। চলবে রাত ১০টা পর্যন্ত। মিলবে ১৩২টি পরিষেবা। 

গ্রিন লাইন
পঞ্চমী: শনিবার, ২৭ সেপ্টেম্বর রাত ১১.১৬ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। 
ষষ্ঠী: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে সকাল ৯টায় শুরু হবে মেট্রো। চলবে রাত ১১টা ২৮ মিনিট পর্যন্ত। মিলবে ১৮৪টি পরিষেবা। 
সপ্তমী: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে মেট্রো। চলবে ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত। মিলবে ১৯২টি পরিষেবা। 
অষ্টমী: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে মেট্রো। চলবে ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত। 
নবমী: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে মেট্রো শুরু হবে। চলবে ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত। 
দশমী: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে মেট্রো। চলবে রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত। মিলবে ৭৪টি পরিষেবা। 

Advertisement

ইয়েলো লাইন
পঞ্চমী: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। 
ষষ্ঠী: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে মেট্রো শুরু হবে দুপুর ৩টে তে। চলবে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত। 
সপ্তমী-অষ্টমী-নবমী: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে মেট্রো শুরু হবে দুপুর ৩টে। চলবে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত।
দশমী: নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে মেট্রো শুরু হবে দুপুর ৩টে তে। চলবে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। 

পার্পল লাইন
পঞ্চমী: জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলবে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত।
ষষ্ঠী থেকে দশমী: জোকা থেকে মাঝেরহাটের মধ্যে মেট্রো শুরু হবে দুপুর ৩টে। চলবে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। মেট্রো চলবে ২৫ মিনিট অন্তর। 

অরেঞ্জ লাইন
পুজোর সময়ে কোনও পরিষেবা মিলবে না কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে। 

সুযোগ-সুবিধা 
> স্মার্ট কার্ড, ট্যুরিস্ট স্মার্ট কার্ড অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটার পরামর্শ কর্তৃপক্ষের। 
> QR ভিত্তিক মোবাইল টিকিট ও কাগজের QR টিকিটও থাকবে।
> ট্যুরিস্ট কার্ডে ৩ থেকে ৫ দিনের জন্য আনলিমিটেড ভ্রমণের সুবিধা।
 

 

Read more!
Advertisement
Advertisement