Advertisement

Kolkata Metro: টানা দেড় মাস নয়, ফেব্রুয়ারিতে এই ক'দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সিগন্যালিং আধুনিকীকরণের কাজের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে আটদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখে এই কাজ হবে। এছাড়াও, পরবর্তী সময়ে সপ্তাহের শনি ও রবিবার দিনগুলিতে মেট্রো বন্ধ রেখে এই কাজ চালানো হবে।

kolkata metrokolkata metro
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • ইস্ট-ওয়েস্ট মেট্রোর সিগন্যালিং আধুনিকীকরণের কাজের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে আটদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।
  • মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখে এই কাজ হবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সিগন্যালিং আধুনিকীকরণের কাজের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে আটদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখে এই কাজ হবে। এছাড়াও, পরবর্তী সময়ে সপ্তাহের শনি ও রবিবার দিনগুলিতে মেট্রো বন্ধ রেখে এই কাজ চালানো হবে।

কেন বন্ধ থাকছে মেট্রো?
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের পরিকল্পনা করছে কেএমআরসিএল। এই কাজের জন্য অভিন্ন সিগন্যালিং এবং কমিউনিকেশন বেসড সিগন্যালিং সিস্টেম (CBTC) চালু করা হবে। আগে টানা দেড়মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা থাকলেও যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ধাপে ধাপে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

যাত্রী সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা
পরিবহণ দফতর ইতিমধ্যে যাত্রীদের জন্য বাড়তি বাস এবং অন্যান্য পরিবহণ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো বন্ধের দিনগুলিতে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য রাস্তায় অতিরিক্ত বাস নামানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

এদিকে, পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন বাস ও ট্যাক্সিমালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে যাত্রীদের জন্য পর্যাপ্ত বাস এবং ট্রিপ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তবে বেসরকারি বাসমালিকদের মতে, নতুন বাস নামানো সম্ভব না হলেও, বিদ্যমান বাসগুলোর ট্রিপ সংখ্যা বাড়ানো হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা
মার্চ মাসে টানা একমাস মেট্রো পরিষেবা বন্ধ রাখা হতে পারে বলেও একটি প্রাথমিক ইঙ্গিত রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করা হবে।

যাত্রীদের জন্য পরামর্শ
মেট্রো পরিষেবা বন্ধ থাকার সময় বিকল্প পরিবহণ ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীরা আগে থেকেই তাদের যাত্রার পরিকল্পনা করলে দুর্ভোগ অনেকটাই এড়ানো সম্ভব। এই ধাপে ধাপে আধুনিকীকরণের কাজ শেষ হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা আরও উন্নত হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।


 

Read more!
Advertisement
Advertisement