কলকাতার গ্রিন লাইনে আজ, মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সমস্যা সকাল ১১টার দিকে দেখা দেয় এবং তাৎক্ষণিকভাবে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। দিনের ব্যস্ত সময়ে এই বিভ্রাটের কারণে বহু যাত্রী সমস্যায় পড়েন।
গত কয়েকদিন ধরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে পরিষেবা নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও ট্রেনের দেরি, যাত্রীর ভোগান্তি বেড়েছে। ‘আদিম’ শাখা হিসেবে পরিচিত ব্লু লাইনে এই সমস্যা পুরনো, কিন্তু ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) ও নোয়াপাড়া-বিমানবন্দর (ইয়েলো লাইন) শাখায় আগে অনেকটা নির্ভরতার ছাপ ছিল। মঙ্গলবারের ঘটনায় সেই নির্ভরতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছে এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে প্রশ্ন উঠছে, যাত্রীচাপ দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণে কি পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে?
এদিন, বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তবে বেসরকারি সংস্থাগুলি খোলা। ফলে অন্যান্যদিনের মতোই এদিনও সকাল থেকেই পথে বেরিয়েছেন অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা। তবে প্রতিবছর বিশ্বকর্মাপুজোর মতোই রাস্তায় অটো, বাসের দেখা নেই বললেই চলে। ফলে এদিন বহু মানুষের ভরসা মেট্রো। সেখানেও সমস্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। যাত্রীদের জানানোও হয়নি, ঠিক কী ঘটেছে।