Advertisement

Kolkata Metro: হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বড় খবর, রবিবারও এই রুটে মিলবে পরিষেবা

পুজোর (Durga Puja 2024) আগে দারুণ খবর কলকাতাবাসীর (Kolkata) জন্য। ১ সেপ্টেম্বর থেকে রবিবারও চলবে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro)। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হল মেট্রো রেলের পক্ষ থেকে। ১৫ মিনিট পরপর পাওয়া যাবে এই রুটের মেট্রো। ৩১ জোড়া ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে জানানো হয়েছে।

কলকাতা মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 6:40 PM IST

পুজোর (Durga Puja 2024) আগে দারুণ খবর কলকাতাবাসীর (Kolkata) জন্য। ১ সেপ্টেম্বর থেকে রবিবারও চলবে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro)। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হল মেট্রো রেলের পক্ষ থেকে। ১৫ মিনিট পরপর পাওয়া যাবে এই রুটের মেট্রো। ৩১ জোড়া ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে জানানো হয়েছে।

রবিবার কখন পাওয়া যাবে এই মেট্রো? 
রবিবার সকালে পাওয়া যাবে না এই মেট্রো। দুপুর থেকে চলবে। প্রথম মেট্রো দুপুর ২টো ১৫ মিনিটে ছাড়বে। দুই দিক থেকেই একই সময় ছাড়বে এই ট্রেন। মূলত পুজোর সময় এসপ্ল্যানেডে (Esplanade) কেনাকাটার বিরাট ভিড় হয়। সেই কারণেই এই মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। প্রথম যখন এই লাইনে মেট্রো চলা শুরু হয়েছিল, তখন থেকেই এই লাইন নিয়ে উন্মাদনা ছিল। কারণ, এই লাইনে গঙ্গার তোলা দিয়ে মেট্রো চলাচল করে। কয়েক সেকেন্ডের এই যাত্রাপথের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

পাশাপাশি এই লাইনে প্রচুর সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন। হাওড়া (Howrah Station) থেকে গোটা দিন প্রচুর গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ছাড়ে। ফলে অনেকেই সড়ক পথের জায়গায় মেট্রোকে বেছে নিচ্ছেন। কারণ মেট্রোতে অনেকটা সময় পৌঁছে যাওয়া যায় হাওড়ায়। পুজোর সময় বিভিন্ন জাগয়ায় বেড়াতে যাওয়ার প্ল্যানও (Puja Travel Plan) থাকে। রবিবার এই লাইনে মেট্রো পাওয়া গেলে সেক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। 

শেষ মেট্রো কখন পাওয়া যাবে?
রবিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। আর একই সময় এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে হাওড়া ময়দানের দিকে। ফলে পুজোর কেনাকাটা করার জন্য অনেকটা সময় পেয়ে যাবেন সাধারণ মানুষ। পাশাপাশি ১৫ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে। ফলে সমস্যা হবে না নিত্য যাত্রীদের।                

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement