Advertisement

Kolkata Metro: ভাইফোঁটার দিন মেট্রো অনেক কম চলবে, প্রথম ও শেষ ট্রেন কখন? জানাল রেল

মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে ১৫.১১.২০২৩ (বুধবার) 'ভ্রাত্রী দ্বিতীয়া' ছুটির দিনে ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে। এই ২৩৪টি পরিষেবার মধ্যে ১৬০টি পরিষেবা দক্ষিণেশ্বর লাইনে চলবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2023,
  • अपडेटेड 4:57 PM IST
  • মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে ১৫.১১.২০২৩ (বুধবার) 'ভ্রাত্রী দ্বিতীয়া' ছুটির দিনে ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে। এই ২৩৪টি পরিষেবার মধ্যে ১৬০টি পরিষেবা দক্ষিণেশ্বর লাইনে চলবে। প্রথম এবং শেষ পরিষেবার
  • এই ২৩৪টি পরিষেবার মধ্যে ১৬০টি পরিষেবা দক্ষিণেশ্বর লাইনে চলবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে ১৫.১১.২০২৩ (বুধবার) 'ভ্রাত্রী দ্বিতীয়া' ছুটির দিনে ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে। এই ২৩৪টি পরিষেবার মধ্যে ১৬০টি পরিষেবা দক্ষিণেশ্বর লাইনে চলবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
 
প্রথম পরিষেবা শুরু হবে:-

 
0৬:৫০ দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
0৬:৫০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
0৬:৫৫ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
0৭:00 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
 
 
শেষ পরিষেবা শুরু হবে:-

 
০৯:২৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
০৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)
০৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
০৯:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই)

পূর্ব-পশ্চিম মেট্রো (গ্রীন লাইন) এবং পার্পল লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।


 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement