সপ্তাহের প্রথম দিনেই যান্ত্রিক সমস্যায় বিপর্যস্ত হল কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলা মেট্রো লাইনের গন্তব্য সোমবার দুপুর থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনে ইঞ্জিনিয়ারিং সমস্যার জেরে দুপুর প্রায় ১২.৪৫ নাগাদ থেকে কোনও ট্রেনই সেখানে পৌঁছতে পারছে না। সূত্রের খবর রেললাইনে জল জমে বিপত্তি হওয়াতেই বন্ধ পরিষেবা।
কোথায় চলছে মেট্রো, কোথায় বন্ধ?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে। শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যে কোনও ট্রেন শহিদ ক্ষুদিরামে এসে থেমে যাচ্ছে এবং সেখান থেকেই ফের ঘুরিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে।
যান্ত্রিক ত্রুটি, পরিষেবা স্বাভাবিক হবে কবে?
মেট্রোর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'কবি সুভাষ স্টেশনে ইঞ্জিনিয়ারিং সমস্যার কারণে ট্রেন প্রবেশ করানো যাচ্ছে না। যতক্ষণ না সমস্যা পুরোপুরি মিটছে, ওই স্টেশনে পরিষেবা বন্ধ থাকবে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পরিষেবা স্বাভাবিক হলে জানানো হবে।'
ভোগান্তিতে অফিসফেরত যাত্রীরা
এই সমস্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন অফিসফেরত যাত্রীরা। শহরতলি বা মফস্বলের বহু যাত্রী প্রতিদিন কবি সুভাষ স্টেশন পর্যন্ত পৌঁছে বাস বা ট্রেনে করে বাড়ি ফেরেন। আজ সেই রুট বন্ধ থাকায় অনেককেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহনের খোঁজে ছুটতে হয়েছে।
যাত্রীদের একজন বলেন, 'দক্ষিণেশ্বর থেকে উঠে এসেছিলাম কবি সুভাষ যাব বলে। শহিদ ক্ষুদিরামে নামিয়ে দিল। তারপর বাস, অটো কিছুই পাচ্ছি না। সপ্তাহের প্রথম দিনেই এভাবে নাজেহাল হতে হবে ভাবিনি।'
অরেঞ্জ লাইনে স্বস্তি
যদিও ব্লু লাইনে সমস্যা দেখা দিলেও অরেঞ্জ লাইনে (হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ) মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সেই লাইনে মেট্রো নির্ধারিত সময়সূচি মেনেই চলছে।