Advertisement

Kolkata Metro Rail: নতুন ৩ করিডরে কোন রুটে কবে মেট্রো বন্ধ, জেনে নিন

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায় সূচনা করলেন। একসঙ্গে তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গেল ১৪ কিলোমিটার।

মেট্রোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।-ফাইল ছবিমেট্রোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 11:37 AM IST
  • শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায় সূচনা করলেন।
  • একসঙ্গে তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গেল ১৪ কিলোমিটার।

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায় সূচনা করলেন। একসঙ্গে তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গেল ১৪ কিলোমিটার। এর মধ্যে গ্রিন লাইন চালু হয়ে গিয়েছে আজ থেকেই (২২ আগস্ট), আর ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহন শুরু হবে সোমবার, ২৫ আগস্ট থেকে।

কোন কোন করিডর চালু হল

গ্রিন লাইন (East–West Corridor)

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত পুরো ১৬.৬ কিমি রুট যাত্রীদের জন্য খুলে দেওয়া হল। কাল থেকেই (২২ আগস্ট) বাণিজ্যিক পরিষেবা শুরু।

ইয়েলো লাইন (Airport Corridor)

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিমি নতুন লাইন।

চালু হবে সোমবার (২৫ আগস্ট) থেকে।

প্রথমবার কলকাতা মেট্রো সরাসরি বিমানবন্দরে পৌঁছতে চলেছে।

অরেঞ্জ লাইন (New Garia–Airport Corridor)

কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৩৯ কিমি সম্প্রসারণ।

যাত্রী পরিষেবা শুরু হবে সোমবার (২৫ আগস্ট) থেকে।

সময়সূচি এক নজরে

গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V)

সোমবার–শনিবার: প্রতিদিন ১৮৬টি মেট্রো, প্রতি ৮ মিনিট অন্তর।

রবিবার: ১০৪টি মেট্রো, প্রতি ১৫ মিনিট অন্তর।

প্রথম ট্রেন: সকাল ৬:৩০ (হাওড়া ময়দান থেকে)।

শেষ ট্রেন: রাত ৯:৪৫ (সল্টলেক সেক্টর V থেকে)।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা)

সোমবার–শুক্রবার: প্রতিদিন ৬০টি মেট্রো, প্রতি ২৫ মিনিট অন্তর।

শনিবার–রবিবার: পরিষেবা থাকবে না।

প্রথম ট্রেন: সকাল ৮টা।

শেষ ট্রেন: রাত ৮টা ৫ মিনিট।

ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর)

সোমবার–শুক্রবার: প্রতিদিন ১২০টি মেট্রো, প্রতি ১০–১৫ মিনিট অন্তর।

শনিবার–রবিবার: পরিষেবা থাকবে না।

প্রথম ট্রেন: সকাল ৭:৫৮।

শেষ ট্রেন: রাত ৮টা।

কলকাতা মেট্রোর এই নতুন রুটগুলি চালু হওয়ায় শহরের যাতায়াত আরও সহজ হবে, বিশেষ করে বিমানবন্দরে পৌঁছনোর সুবিধা নিয়ে আশাবাদী শহরবাসী।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement