Advertisement

Kolkata Metro Rail: আগামিকাল থেকে স্বাভাবিক হচ্ছে সপ্তাহান্তের মেট্রো পরিষেবা; রইল টাইমটেবিল

Kolkata Metro Rail: কলকাতা মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য গত ৬ মে, শনিবার থেকে পরবর্তী একমাস সপ্তাহান্তে শনি-রবিবার দেরিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে আগামিকাল, ১০ তারিখ থেকে শনিবারের মেট্রো পরিষেবা পুরনো সময়েই চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জেনে নিন সময়সূচি...

আগামিকাল, ১০ তারিখ থেকে শনিবারের মেট্রো পরিষেবা পুরনো সময়েই চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 4:27 PM IST
  • কলকাতা মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য গত ৬ মে, শনিবার থেকে পরবর্তী একমাস সপ্তাহান্তে শনি-রবিবার দেরিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা।
  • তবে আগামিকাল, ১০ তারিখ থেকে শনিবারের মেট্রো পরিষেবা পুরনো সময়েই চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Kolkata Metro Rail: কলকাতা মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য গত ৬ মে, শনিবার থেকে পরবর্তী একমাস সপ্তাহান্তে শনি-রবিবার দেরিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে আগামিকাল, ১০ তারিখ থেকে শনিবারের মেট্রো পরিষেবা পুরনো সময়েই চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত এদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্টেশনগুলির মধ্যে প্রতি শনি-রবিবার মেগা পাওয়ার ব্লক করা হয়েছিল ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য। অর্থাৎ, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেট্রোর ওই লাইনের পাওয়ার বন্ধ করে কাজ চলছিল। কাজ শেষে আগামিকাল থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে শহরের মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, গত একমাস ধরে প্রতি শনিবার অর্থাৎ ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন দক্ষিণেশ্বর-দমদম থেকে কবি সুভাষ স্টেশনগুলির মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হয়েছে। সকালের ওই সময়টায় চলেছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। পাশাপাশি, এই একমাস একই কারণে প্রতি রবিবার অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮ মে এবং ৪ ও ১১ জুন দক্ষিণেশ্বর-দমদম থেকে কবি সুভাষ স্টেশনগুলিতে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তিনি জানান, মেট্রোর উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) রুটের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষ। তাই আগামিকাল থেকে স্বাভাবিক হচ্ছে সপ্তাহান্তের মেট্রো পরিষেবাও।

এমনিতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে রোজ ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু গত এক মাস ধরে প্রতি শনি-রবিবার মিলিয়ে এই রুটে ৫৪টি মেট্রো কম চলেছে। আগামিকাল থেকে এই রুটে (ব্লু লাইন) আগের মতোই রোজ ২৮৮টি মেট্রো চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামিকাল, শনিবার, দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় যথারীতি মেট্রো পরিষেবা শুরু হবে।

Advertisement

নিয়মিত ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে, ১১ জুন (রবিবার) মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি মেগা পাওয়ার ব্লক নেওয়া হবে৷ যার ফলে, ব্লু লাইনে সেই দিন সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় মেট্রো পরিষেবা চালু হবে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রবিবার মেট্রো পরিষেবা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও কবি সুভাস আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই থাকছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement