Advertisement

Metro Rail: সোমবার কম চলবে মেট্রো, প্রথম ও শেষ ট্রেন কখন পাবেন?

আগামী সোমবার বকরি ইদ। আর ওই দিন প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু-লাইন ও গ্রিন লাইনে মেট্রো কম চলবে।

সোমবার কম চলবে মেট্রো, প্রথম ও শেষ ট্রেন কখন পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 11:54 AM IST
  • ব্লু-লাইন ও গ্রিন লাইনে মেট্রো কম চলবে
  • প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি

আগামী সোমবার বকরি ইদ। আর ওই দিন প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু-লাইন ও গ্রিন লাইনে মেট্রো কম চলবে। দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ওই দিন প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। অন্য কাজের দিনে যেখানে ২৮৮টি পরিষেবা দেওয়া হয়, সেখানে বকরি ইদের দিন মোট ২১৪টি পরিষেবা দেবে মেট্রো রেল। ১০৭টি আপ সার্ভিস ও ১০৭টি ডাউন সার্ভিস। পরের দিন নিয়ম মতোই ছুটবে মেট্রো।

ওই দিন ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আপ এবং ডাউন উভয় দিকের মেট্রো সেই দিন যথারীতি রাত ১১টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়বে।

ব্লু লাইনে মেট্রো পরিষেবা

প্রথম মেট্রো

  • সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ (পরিবর্তন নেই)
  • সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
  • সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)
  • সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (পরিবর্তন নেই)

শেষ  মেট্রো

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯টা ২৮ মিনিটে (পরিবর্তন নেই)
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত সাড়ে ৯টায় (পরিবর্তন নেই)
  • রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ (পরিবর্তন নেই)
  • রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম (পরিবর্তন নেই)

অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদা রুটেও (গ্রিন লাইন ১) ওইদিন কম মেট্রো চলবে। ১০৬টি পরিষেবার পরিবর্তে ৯০টি পরিষেবা (শিয়ালদহ থেকে ৪৫টি পরিষেবা এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৪৫টি পরিষেবা) পাওয়া যাবে। সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো চলবে। এরপর ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইন-২, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে পরিষেবাতে কোনও বদল হচ্ছে না। অন্যদিনের মতোই মেট্রো চলাচল করবে।

Advertisement

সল্ট লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইন ১

প্রথম মেট্রো

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সকাল ৭টায় (কোনও পরিবর্তন নেই)।

শেষ মেট্রো

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিট (কোনও পরিবর্তন নেই)।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন নেই)।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement