নীল, সবুজ, কমলা, হলুদ। চার রঙের লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে কলকাতায়। এবার প্রতিটি লাইনেই নয়া মেট্রো সময়সূচি প্রকাশিত হল। কোন কোন রুটে কখন চলবে মেট্রো? জেনে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়ও।
ব্লু লাইন
> এবার থেকে সোম থেকে শুক্র ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মোট ২৮৪টি মেট্রো।
> নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।
> শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেবে সকাল ৬টা ৫৪ মিনিটে।
> নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো যাবে রাতে ৯টা ৩৪ মিনিটে।
> দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো ছাড়বে সকালে ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে।
> মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।
> শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে।
> শনি ও রবিবার পরিষেবার কোনও পরিবর্তন হয়নি।
গ্রিন লাইন
> গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট রুটে সোম থেকে শনি ১৮৬টি পরিষেবা মিলবে।
> হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে আপ ও ডাউন লাইনে প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৩০ মিনিট এবং ৬টা ৩২ মিনিটে।
> হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে আপ ও ডাউন লাইনে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিট এবং ৯টা ৪৭ মিনিটে।
> ৮ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা মিলবে এই রুটে।
> রবিবার এই রুটে পাওয়া যাবে ১০৪টি পরিষেবা।
> রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।
> সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে।
> রবিবার এই রুটে মেট্রো চলবে ১৫ মিনিটের ব্যবধানে।
অরেঞ্জ লাইন
> অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত সোম থেকে শুক্রের মধ্যে ৬০টি করে পরিষেবা মিলবে।
> কবি সুভাষ থেকে বেলেঘাটার দিকে প্রথম মেট্রো যাবে সকাল ৮টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫ মিনিটে।
> বেলেঘাটা থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো যাবে সকাল ৮টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫ মিনিটে।
> ২৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে এই রুটে।
> আপাতত শনি ও রবিবার এই রুটে মেট্রো চলবে না।
ইয়েলো লাইন
> ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত সোম থেকে শুক্র মোট ১২০টি করে মেট্রো পরিষেবা মিলবে।
> নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৮ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
> জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৮ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। > এই রুটে ১০ থেকে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।
> এই রুটেও শনি-রবি চলবে না মেট্রো।