Advertisement

Kolkata Metro Timings: পুজোর আগেই দক্ষিণেশ্বর-ক্ষুদিরাম রুটে বাড়ছে মেট্রো, নয়া ৩ লাইনে প্রথম ও শেষ ট্রেন কখন?

পুজোর আগে ফের সুখবর যাত্রীদের জন্য। ব্লু লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা। অরেঞ্জ, ইয়েলো এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন মিলবে? জেনে নিন চার লাইনের সম্পূর্ণ সময়সূচি।

কলকাতা মেট্রোর সম্পূর্ণ সময়সূচি কলকাতা মেট্রোর সম্পূর্ণ সময়সূচি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 11:00 AM IST
  • ব্লু লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা
  • অরেঞ্জ, ইয়ালো এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন?
  • রইল মেট্রোর সম্পূর্ণ সময়সূচি

নীল, সবুজ, কমলা, হলুদ। চার রঙের লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে কলকাতায়। এবার প্রতিটি লাইনেই নয়া মেট্রো সময়সূচি প্রকাশিত হল। কোন কোন রুটে কখন চলবে মেট্রো? জেনে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়ও। 

ব্লু লাইন
> এবার থেকে সোম থেকে শুক্র ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মোট ২৮৪টি মেট্রো। 
> নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। 
> শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেবে সকাল ৬টা ৫৪ মিনিটে। 
> নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো যাবে রাতে ৯টা ৩৪ মিনিটে। 
> দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো ছাড়বে সকালে ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। 
> মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। 
> শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। 
> শনি ও রবিবার পরিষেবার কোনও পরিবর্তন হয়নি। 

গ্রিন লাইন
> গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট রুটে সোম থেকে শনি ১৮৬টি পরিষেবা মিলবে।
> হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে আপ ও ডাউন লাইনে প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৩০ মিনিট এবং ৬টা ৩২ মিনিটে। 
> হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে আপ ও ডাউন লাইনে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিট এবং ৯টা ৪৭ মিনিটে। 
> ৮ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা মিলবে এই রুটে। 
> রবিবার এই রুটে পাওয়া যাবে ১০৪টি পরিষেবা। 
> রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। 
> সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে। 
> রবিবার এই রুটে মেট্রো চলবে ১৫ মিনিটের ব্যবধানে। 

Advertisement

অরেঞ্জ লাইন
> অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত সোম থেকে শুক্রের মধ্যে ৬০টি করে পরিষেবা মিলবে। 
> কবি সুভাষ থেকে বেলেঘাটার দিকে প্রথম মেট্রো যাবে সকাল ৮টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫ মিনিটে। 
> বেলেঘাটা থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো যাবে সকাল ৮টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫ মিনিটে। 
> ২৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে এই রুটে। 
> আপাতত শনি ও রবিবার এই রুটে মেট্রো চলবে না। 

ইয়েলো লাইন
> ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত সোম থেকে শুক্র মোট ১২০টি করে মেট্রো পরিষেবা মিলবে। 
> নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৮ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। 
> জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৮ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। > এই রুটে ১০ থেকে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। 
> এই রুটেও শনি-রবি চলবে না মেট্রো। 

 

Read more!
Advertisement
Advertisement