
আবার মেট্রো পরিষেবা বন্ধ। কলকাতা মেট্রোর খারাপ পরিষেবা অব্যাহত। আজ অর্থাত্ শুক্রবার সকালে ৮টা নাগাদ হঠাত্ ঘোষণা করা হল, মেট্রো পরিষেবা এখন শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশপার্ক পর্যন্ত চলবে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, মেট্রো রেলের তরফে জানানো হল, ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। যদিও যাত্রীদের অভিযোগ, এখনও ঠিক মতো পরিষেবা শুরু হয়নি।
হঠাত্ করেই মেট্রো পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা
কলকাতা মেট্রোরেলের সমস্যা দীর্ঘদিন ধরেই ঝেলছেন শহর ও শহরতলির বাসিন্দারা। একের পর এক মেট্রো রুট বাড়লেও, পরিষেবা নিয়ে একরাশ অভিযোগ। ঠিক সময়ে স্টেশনে মেট্রো না আসা থেকে শুরু করে হঠাত্ করেই যাত্রীদের না জানিয়ে পরপর মেট্রো বাতিল করে দেওয়া এখন যেন 'নিউ নর্মাল' হয়ে গিয়েছে। আজও তেমনই হঠাত্ করেই মেট্রো পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করা হল। মেট্রো রেল সূত্রের খবর, অটো সিগনালিং সিস্টেমে মেরামতির কাজ চলছে, তাই ট্রেন সার্ভিস শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলবে।
কখন চালু হবে?
এই প্রশ্নের আশ্চর্য উত্তর দেয় মেট্রোরেল। মেট্রোরেলের দাবি, অফিস টাইম শুরু হওয়ার আগেই আশা করা যাচ্ছে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। যদি ধরে নেওয়া যায়, মেট্রো রেলের সময় অনুযায়ী অফিস টাইম ১০টা, তাহলেও যাঁরা ১০টায় অফিস ঢুকবেন বা নির্দিষ্ট কোনও কাজে যাচ্ছেন, তাঁদের দুর্ভোগ চরমে।
যাঁরা হাওড়া যাবেন, তাঁদেরও দুর্ভোগ
এমনিতেই কবি সুভাষ স্টেশন আপাতত নেই। ফলে শহিদ ক্ষুদিরাম থেকেই মেট্রো চলছে। এখন ব্লু লাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়া মানে সব লাইনেই দুর্ভোগের আশঙ্কা। কারণ বহু যাত্রী ব্লু লাইনে মেট্রোয় এসপ্ল্যানেডে নেমে সেখান থেকে হাওড়াগামী মেট্রো ধরেন। ফলে যাঁরা হাওড়া যাবেন, তাঁদেরও দুর্ভোগ। আর মেট্রো হঠাত্ বন্ধ হয়ে যাওয়ায় বাসগুলিতেও ভিড়। রবীন্দ্রসদনে এক যাত্রীর কচাক্ষ, 'এখন তো বিশেষ দিনে স্পেশাল ট্রেন, বাড়তি মেট্রো দেওয়ার ঘোষণা করে দিলেও, দেখা যায়, একাধিক ট্রেন বাতিল করে দিয়ে তথাকথিত স্পেশাল পরিষেবা চলে। ফলে মেট্রোগুলিতে ভিড় চরমে।'