Advertisement

Kolkata Metro Services on Dolyatra: দোলের দিনে মেট্রো অনেক কম, এই দুই লাইনে চলবেই না, জেনে নিন সময়সূচি

কলকাতা মেট্রো দোলযাত্রার দিন, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার), বিশেষ সময়সূচি চালু করছে। ওই দিন নীল লাইন, সবুজ লাইন-১ ও সবুজ লাইন-২-তে সীমিত সংখ্যক মেট্রো চলবে। তবে, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

দোলের দিন মেট্রো কম চলবে।-কোলাজদোলের দিন মেট্রো কম চলবে।-কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 7:23 PM IST
  • কলকাতা মেট্রো দোলযাত্রার দিন, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার), বিশেষ সময়সূচি চালু করছে।
  • ওই দিন নীল লাইন, সবুজ লাইন-১ ও সবুজ লাইন-২-তে সীমিত সংখ্যক মেট্রো চলবে।

কলকাতা মেট্রো দোলযাত্রার দিন, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার), বিশেষ সময়সূচি চালু করছে। ওই দিন নীল লাইন, সবুজ লাইন-১ ও সবুজ লাইন-২-তে সীমিত সংখ্যক মেট্রো চলবে। তবে, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

নীল লাইনে বিশেষ পরিষেবা
দোলের দিনে ২৬২টি মেট্রোর বদলে মাত্র ৬০টি মেট্রো (৩০ আপ + ৩০ ডাউন) চলবে।
প্রথম মেট্রো: দুপুর ২:৩০ থেকে (সাধারণত ০৬:৫০-এ শুরু হয়)
নোয়াপাড়া → কবি সুভাষ
কবি সুভাষ → দক্ষিণেশ্বর
দক্ষিণেশ্বর → কবি সুভাষ
নোয়াপাড়া → দক্ষিণেশ্বর
শেষ পরিষেবা: অপরিবর্তিত থাকবে।

সবুজ লাইন-২ (এসপ্ল্যানেড – হাওড়া ময়দান)
১৩০টি ট্রেনের বদলে ৪২টি ট্রেন চলবে (এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে ২১টি করে)।
পরিষেবা শুরু: ৩টে থেকে, প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
শেষ মেট্রো: ৮টা (সাধারণত ৯:৪৫ পর্যন্ত চলত)।

সবুজ লাইন-১ (শিয়ালদা – সল্টলেক সেক্টর ৫)
১০৬টি ট্রেনের বদলে ২২টি ট্রেন চলবে (শিয়ালদহ ও সল্টলেক থেকে ১১টি করে)।
পরিষেবা শুরু: দুপুর ৩টে থেকে, প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
শেষ মেট্রো: ৮টা (সাধারণত ৯:৪০ পর্যন্ত চলত)।

অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা বন্ধ
দোলের দিনে এই দুই রুটে কোনও মেট্রো চলবে না।

 

Read more!
Advertisement
Advertisement