Advertisement

Saturday and Sunday Metro: নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো এবার শনি ও রবিবারও চলবে, টাইম টেবিল রইল

মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। এবার থেকে কলকাতা এয়ারপোর্ট মেট্রো চলবে শনিবার এবং রবিবারও। নোয়াপাড়া থেকে বিমান বন্দর মেট্রো রুট ১৩ সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। এই নিয়ে নয়া টাইম টেবিল ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

  মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 10:25 AM IST

মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। এবার থেকে কলকাতা এয়ারপোর্ট মেট্রো চলবে শনিবার এবং রবিবারও। নোয়াপাড়া থেকে বিমান বন্দর মেট্রো রুট ১৩ সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। এই নিয়ে নয়া টাইম টেবিল ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

জানা যাচ্ছে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে  আপাতত প্রত্যেক শনিবার ৪৪টি (আপ এবং ডাউন উভয় লাইনে ২২টি করে) মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবার মিলবে ৪০টি (আপ এবং ডাউনে ২০টি করে) পরিষেবা। সপ্তাহান্তের দু’দিনই ইয়েলো লাইনে ৩৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আগামী শনিবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকেই এই সুবিধা পাবেন যাত্রীরা। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। চলবে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত। রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা ৩৫ মিনিট থেকে। চলবে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হয়  নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের।  ২৫ অগাস্ট থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হয় এই রুটটি। মেট্রোর ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনের অনেক যাত্রীই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে ইয়েলো লাইনের মেট্রো পরিষেবা ব্যবহার করেন। পরিষেবা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইয়েলো লাইনে দৈনিক গড়ে সাত হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করছেন।

মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ফলে  এবার থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মতোই সপ্তাহের প্রতিদিনই নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনেও মেট্রো চলবে। প্রাথমিকভাবে যখন নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনে (কলকাতা মেট্রোর ইয়েলো লাইন) পরিষেবা শুরু করা হয়, তখন শনিবার এবং রবিবার মেট্রো মিলত না। তবে যাত্রী সংখ্যা দেখে এবার রোজই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। 


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement