Advertisement

Metro Park Street: ক্রিসমাসে পার্কস্ট্রিট থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, শেষ মেট্রোর টাইম জেনে নিন

বড়দিনে মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। ২৫ ডিসেম্বর বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে। ওই দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চালানো হবে। পাশাপাশি, গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। ফলে বড়দিনের সন্ধ্যা ও রাতের ভিড় সামলাতে সুবিধা হবে।

নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই মেট্রোর এই উদ্যোগ।নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই মেট্রোর এই উদ্যোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 11:39 PM IST
  • ২৫ ডিসেম্বর বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে।
  • ওই দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চালানো হবে।
  • বড়দিনের সন্ধ্যা ও রাতের ভিড় সামলাতে সুবিধা হবে।

 Metro Special Service December 25: বড়দিনে মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। ২৫ ডিসেম্বর বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে। ওই দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চালানো হবে। পাশাপাশি, অনেকটাই রাত পর্যন্ত চলবে মেট্রো। ফলে বড়দিনের সন্ধ্যা ও রাতের ভিড় সামলাতে সুবিধা হবে।

মেট্রোর তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর ব্লু লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। সাধারণ দিনের তুলনায় যা অনেকটাই দেরিতে। বড়দিনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে ওই দিন মোট ২২৪টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ১১২টি করে ট্রেন থাকবে। সাধারণত যেখানে এই রুটে ২৭২টি পরিষেবা চলে। সেখানে বড়দিনে কিছুটা কম পরিষেবা থাকলেও রাত পর্যন্ত মেট্রো চালু থাকছে। সকাল ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো চলবে এই করিডরে। নোয়াপাড়া, শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন থাকছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দু’টি সরাসরি মেট্রো পরিষেবা ওই দিনও যথারীতি চালু থাকবে।

গ্রিন লাইনের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন গ্রিন লাইনে মোট ২০১টি পরিষেবা চালানো হবে। সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো চলবে এই রুটে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবাও রাখা হয়েছে বড়দিন উপলক্ষে।

Advertisement

তবে ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে বড়দিনে স্বাভাবিক পরিষেবাই চলবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে।

বড়দিনে পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় ভিড়ের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবায় খুশি নিত্যযাত্রীরাও। উৎসবের রাতে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই মেট্রোর এই উদ্যোগ।

Read more!
Advertisement
Advertisement