
শনিবার সকালে ফের বিপর্যস্ত হল কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। বিনা কোনও আগাম নোটিসেই সিগন্যালিংয়ের কাজ শুরু হওয়ায় দক্ষিণেশ্বর অংশে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ফলে স্বাভাবিকভাবেই অফিসগামী যাত্রীদের পড়তে হয় চূড়ান্ত সমস্যায়।
মেট্রো সূত্রে জানা যায়, সকাল ৯টা নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল বিপর্যয় ধরা পড়ে। এর জেরে দক্ষিণেশ্বর-বরানগর অংশে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরিষেবা। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চললেও দক্ষিণেশ্বরগামী যাত্রীরা আটকে পড়েন মাঝপথে। বাধ্য হয়ে বিকল্প পরিবহণে কর্মস্থলে পৌঁছতে হয় বহু যাত্রীকে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামতির কাজ চলছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।
উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকায় বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই চলাচল করছে মেট্রো। এর মধ্যেই কয়েকদিন আগে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছিল-২৭২টির মধ্যে অন্তত ৩২টি ট্রেন আর কবি সুভাষ পর্যন্ত যাবে না, মহানায়ক উত্তম কুমার স্টেশনেই যাত্রা শেষ হবে। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে নিয়মিত যাত্রীদের মধ্যে।
ব্লু লাইনে বিগত কয়েক মাস ধরে যাতায়াতকারীদের অভিযোগ-দেরিতে ট্রেন পৌঁছনো, দরজা সঠিক সময়ে না বন্ধ হওয়া, মাঝপথে স্টেশনে দাঁড়িয়ে থাকা-এ সব সমস্যাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের দাবি, নতুন তিনটি রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনকে যেন ‘দুয়োরানি’ করে রাখা হয়েছে। পুজোর সময়ে সমস্যার তীব্রতা কিছুটা কমলেও ফের বিপত্তি শুরু হয়েছে পরপর দিন।
যাত্রীরা স্পষ্ট জানিয়েছেন, ব্লু লাইনে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। তবে অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।