Advertisement

Kolkata Metro Suicide: ফের মেট্রোয় মরণ ঝাঁপ, অফিস টাইমে থমকে সার্ভিস, আংশিক চলছে

নেতাজি ভবন মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল। এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ঘটনার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়, ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

কলকাতা মেট্রোকলকাতা মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 6:09 PM IST
  • নেতাজি ভবন মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল।
  • এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়।

নেতাজি ভবন মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল। এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ঘটনার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়, ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নেতাজি ভবন স্টেশনে ট্রেন ঢোকার সময়ই ওই ব্যক্তি আচমকা লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয় এবং উদ্ধারকাজ শুরু হয়। নিরাপত্তা ও উদ্ধার প্রক্রিয়া চলাকালীন পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখতে হয়।

এই ঘটনার প্রভাব পড়ে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে। আপাতত ভাঙা পথে মেট্রো চলাচল করছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত ভাঙাপথে মেট্রো চালানো হচ্ছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলছে।  এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, ঠিক ৬টা নাগাদ মেট্রোর তরফে জানানো হয়, পরিষেবা স্বাভাবিক হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement