Advertisement

Kolkata Metro Time: মেট্রো টানা দু'দিন বন্ধ থাকবে, গ্রিন লাইনে টাইম টেবিলেও বদল

সপ্তাহান্তে আবারও বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন। পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ৮ মার্চ (শনিবার) ও ৯ মার্চ (রবিবার) পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা। ফলে এই দু’দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কোনও মেট্রো চলবে না।

কলকাতা মেট্রো।-ফাইল ছবিকলকাতা মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2025,
  • अपडेटेड 4:34 PM IST
  • সপ্তাহান্তে আবারও বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন।
  • পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ৮ মার্চ (শনিবার) ও ৯ মার্চ (রবিবার) পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা।

সপ্তাহান্তে আবারও বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন। পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ৮ মার্চ (শনিবার) ও ৯ মার্চ (রবিবার) পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা। ফলে এই দু’দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কোনও মেট্রো চলবে না।

মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ মার্চ (শুক্রবার) ও ১০ মার্চ (সোমবার) আংশিক প্রভাব পড়বে পরিষেবায়। শুক্রবার সন্ধ্যায় ও সোমবার সকালে নির্ধারিত সময়ের বদলে চলবে প্রথম ও শেষ মেট্রো।

পরিবর্তিত সময়সূচি:
৭ মার্চ, শুক্রবার:

শিয়ালদা - সল্টলেক সেক্টর ৫: শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৩-এ (সাধারণত ৯:৩৫)
সল্টলেক সেক্টর ৫ - শিয়ালদা: শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৫-এ (সাধারণত ৯:৪০)
এসপ্ল্যানেড → হাওড়া ময়দান: শেষ মেট্রো ৭:০০-তে (সাধারণত ৯:৪৫)


১০ মার্চ, সোমবার:

সল্টলেক সেক্টর ৫ → শিয়ালদা: প্রথম মেট্রো সকাল ৮:০৫-এ (সাধারণত ৭:০৫)
শিয়ালদা → সল্টলেক সেক্টর ৫: প্রথম মেট্রো সকাল ৮:১৫-তে (সাধারণত ৬:৫৫)
এসপ্ল্যানেড → হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৮:০০-টায় (সাধারণত ৭:০০)
তবে ব্লু লাইন (দমদম-গড়িয়া রুট) যথারীতি চালু থাকবে।

আগেও বন্ধ ছিল গ্রিন লাইন
এর আগে ফেব্রুয়ারি মাসেও ১৩-১৬ ফেব্রুয়ারি এবং ২০-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর দু’দফায় বন্ধ ছিল গ্রিন লাইনের পরিষেবা। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের কাজের জন্যই এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।


 

Read more!
Advertisement
Advertisement