Advertisement

Metro: এই রবিবার সকালে মেট্রোর টাইমে বদল, কখন শুরু হবে? জানাল কর্তৃপক্ষ

রবিবার, ২৫ মে হতে চলেছে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিল। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না-হোক, সেই লক্ষ্যেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৭টা থেকেই মেট্রো চলবে। সাধারণত সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়, কিন্তু পরীক্ষার দিন এই সময়সীমা দু'ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

কলকাতা মেট্রো।-ফাইল ছবিকলকাতা মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2025,
  • अपडेटेड 4:58 PM IST
  • রবিবার, ২৫ মে হতে চলেছে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা।
  • এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিল।

রবিবার, ২৫ মে হতে চলেছে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিল। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না-হোক, সেই লক্ষ্যেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৭টা থেকেই মেট্রো চলবে। সাধারণত সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়, কিন্তু পরীক্ষার দিন এই সময়সীমা দু'ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর মেট্রোর দৈনন্দিন স্বাভাবিক সূচি অনুসারে পরিষেবা চলবে।

বিশদ সময়সূচি অনুযায়ী, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: প্রথম মেট্রো সকাল ৭টা, দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে কবি সুভাষ: প্রথম মেট্রো সকাল ৭টা, শেষ মেট্রো: কবি সুভাষ → দক্ষিণেশ্বর রাত ৯:২৭, দক্ষিণেশ্বর → কবি সুভাষ রাত ৯:৩৩, কবি সুভাষ → দমদম রাত ৯:৪০

মেট্রো সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন উপর দিকে ৬৯টি ও নীচের দিকে ৬৯টি মেট্রো চালানো হবে। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম ভোগান্তির শিকার না হতে হয়, সেজন্যই এই বাড়তি ব্যবস্থা।

মেট্রোর এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থীরা ও অভিভাবকরা। অনেকেই বলছেন, এমন উদ্যোগ অন্যান্য সময়ের পরীক্ষার দিনেও নেওয়া উচিত। কলকাতা মেট্রোর তরফে এই দায়িত্বশীল পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

Read more!
Advertisement
Advertisement