
কলকাতার মেয়ো রোডে ভয়াবহ দুর্ঘটনা। আচমকা উল্টে গেল যাত্রিবাহী মিনি বাস। বাসটি হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পিছনের জানলা ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। বহু যাত্রী গুরুতর আহত। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অফিস টাইমে ব্যস্ত রাস্তায় বিঘ্ন ঘটে যান চলাচলে। পুলিশ ক্রেন নিয়ে গিয়ে বাসটিকে টেনে তোলে।
শনিবার বিকেলে মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মিনি বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি বেশ জোরে চালাচ্ছিলেন চালক। মেয়ো রোডে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় মিনি বাসটি। বাসটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। তড়িঘড়ি পিছনের দরকার কাচ ভাঙা হয়। যাত্রীদের একে একে বাইরে বের করা হয়। কয়েকজন যাত্রী গুরুতর আহত। তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
আহত যাত্রীরা বলছেন, বাসটি প্রচণ্ড গতিতে চলছিল। সেই গতিতে বাইকের সঙ্গে রেষারেষি করছিল। বাস যাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন বাইক চালকও। তাঁর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর খানিকক্ষণের জন্য মেয়ো রোডে স্তব্ধ হয়ে যায় বাস চলাচল। মেয়ো রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ব্যস্ত সময়ের আগেই বাসটিকে সরানোর কাজ শুরু করে পুলিশ। আনা হয় ক্রেন। যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।