Kolkata Municipal Corporation Election Results : আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার ভোটের ফল। ভোটের ফলের সব খবর পেতে নজর রাখুন bangla.aajtak.in-এ। ভোট নেওয়া হয়েছিল রবিবার। সেদিন বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। বিরোধীদের দাবি ছিল, শাসকদল গোলমাল করেছে। বিভিন্ন জায়গায় ভোট লুঠ করেছে। একুশের বিধানসভা ভোটে দারুণ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। তারা কী সাফল্যের সেই ধারা ধরে রাখতে পারবে? এই প্রশ্ন এখন সাবর মনে। বিভিন্ন সমীক্ষা এগিয়ে রাখছে তৃণমূলকে।
কলকাতা পুরভোটে বিপুল জয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে কটাক্ষ ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
কলকাতা পুরভোটে বিপুল ভোটে জয়ের পরে বিজেপি-কে খোঁচা দিয়ে ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৫০ নম্বর ওয়ার্ডে জিতে গেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বললেন, 'যতদিন থাকবো মানুষের দাস হয়ে থাকবেন।ঘরে কম বাইরে বেশি সময় দেবো। যাঁরা ভোট দিয়েছেন আর যাঁরা দেননি তাদের সকলের হয়ে কাজ করব।'
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'বিজেপি ভোকাট্টা। সিপিআইএম ভোকাট্টা। গণতন্ত্রের উত্সবে গণতন্ত্রের জয়। মানুষের জন্য আরও বেশি করে কাজ করব। কলকাতা-বাংলা সারা দেশকে পথ দেখাবে।'
প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রথমবারেি বাজিমাত করলেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী।
এবারও জয়ী বিজেপির মীনাদেবী পুরোহিত। এই নিয়ে টানা ৬ বার জিতলেন।
কলকাতা পুরসভার ফল বলছে, মানুষ ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপর। তৃণমূল একুশের বিধানসভা ভোটের ফল ধরে রাখতে পেরেছে।
নেতাজি ইন্ডোরের বাইরে উত্তেজনা।কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা।বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে।
১৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বিজেপি ৩, কংগ্রেস ২ এবং বামেরা ৪টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
চলছে কলকাতা পুরসভার ভোট গণনা। ১০৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বিজেপি ৪, কংগ্রেস ২ এবং বামেরা ২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
কলকাতা পুরভোটে ৮৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বিজেপি ৪, কংগ্রেস ২ এবং বামেরা ২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বলছে রাজ্য নির্বাচন কমিশনের তথ্য।
কলকাতা পুরভোটে ৬৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বিজেপি ৪, কংগ্রেস ২ এবং বামেরা ১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
পুরভোটের ফল প্রকাশের দিন সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করতে এলেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। সকাল পৌনে ৯টা নাগাদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে, ফের বিরোধীদের কটাক্ষ করেন তিনি। ফিরহাদ হাকিমের মন্তব্য, "আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না।" এর পরেই বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, "ওরা আগেই হেরে বসে আছে। মানুষ ভোট দিয়েছে, মানুষকে অপমান করার ক্ষমতা ওদের কে দিয়েছে? 40- 50 লক্ষ মানুষ ভোট দিয়েছে, সবটা ভুয়ো? কোনও মানুষ ভোট দেয়নি? মানুষ গণতন্ত্রের দেবতা, মানুষকে অপমান করার ক্ষমতা তাদের কেউ দেয়নি!" (তথ্য-রাজেশ সাহা)
শুরু হয়ে গিয়েছে গণনা। এখনও পর্যন্ত খবর তৃণমূল ৭টি ওয়ার্ড, বিজেপি ১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরোর ৭ টি ওয়ার্ডের ভোট গননা হচ্ছে জোকার ব্রতচারী বিদ্যাশ্রম উচ্চ মাধ্যমিক স্কুলে। কলকাতা পুরসভার ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১৪২, ১৪৩, ১৪৪ ওয়ার্ডের ভোট গণনা হচ্ছে এখানে (তথ্য-প্রসেনজিৎ সাহা)
ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সতর্ক প্রশাসন। ভোট গণনা কেন্দ্রে মানা হচ্ছে করোনা-বিধি।
সোমবার কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তিনি। অভিযুক্ত তৃণমূল। পুরভোটের ফল (KMC Elections Results)-এর আগে এই ঘটনা শাসকদলকে বিপাকে ফেলেছে।
কলকাতা পুরসভার ভোট (KMC Elections)-এ গোলমালের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু করেছিল বিজেপি।
ভোটে হিংসা, মারধর, ভোটলুঠের ঘটনার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি, বাম, কংগ্রেস। তারা আলাদা আলাদা ভাবে সেই কর্মসূচি পালন করে।
একুশের বিধানসভা ভোটে বাম এবং কংগ্রেস জোট করে লড়েছিল তবে কলকাতা পুরভোট (Kolkata Municipal corporation Election)-এ এবার কোনও জোট হয়নি। তারা আলাদা আলাদা লড়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় দাবি করেন, দলের কেউ গোলমাল পাকিয়েছেন, এমন প্রমাণ করেত পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিরোধীরা ভোটের দিন একের পর এক অভিযোগ তুলেছিল। তাদের দাবি ছিল, ভোট লুঠ করেছে তৃণমূল। তবে শাসকদল সব অভিযোগ অস্বীকার করেছে।