Advertisement

Kolkata Municipal Corporation: স্বাস্থ্য কর্মীদের ভাতা বাড়ছে না, বৈঠকে সাফ জানালেন ফিরহাদ

কলকাতা পুরসভার অন্তর্গত স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। যাতে স্বাস্থ্য কর্মীদের বেতন বাড়ে। এতদিন তাঁদের ভাতা ছিল ৫০০ টাকা করে। সেটাকে কমিয়ে দিয়ে ১০০ টাকায় করে দেওয়াতে ক্ষোভে ফেটে পড়েছেন। 

মেয়র ফিরহাদ হাকিমমেয়র ফিরহাদ হাকিম
বিশাল দাস
  • কলকাতা,
  • 18 Sep 2025,
  • अपडेटेड 4:25 PM IST

কলকাতা পুরসভার অন্তর্গত স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। যাতে স্বাস্থ্য কর্মীদের বেতন বাড়ে। এতদিন তাঁদের ভাতা ছিল ৫০০ টাকা করে। সেটাকে কমিয়ে দিয়ে ১০০ টাকায় করে দেওয়াতে ক্ষোভে ফেটে পড়েছেন। 

কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের অন্তর্গত এলাকায়  সব মিলিয়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কাজকর্মের জন্য মোট ৪০০ জন কর্মী রয়েছেন। যাঁরা পুজোর সময়ে দ্বিগুণ কাজ করেন, কিন্তু তাঁদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। এই বিষয়ে তাঁরা বারবার ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। 

বুধবার ফিরহাদ হাকিম স্পষ্টত জানিয়ে দিয়েছেন কোষাগারে টাকা না থাকার জন্য এই মুহূর্তে স্বাস্থ্য কর্মীদের কোনও বেতন বৃদ্ধি করা যাচ্ছে না। জাতীয় স্বাস্থ্য মিশনের সুপারিশ অনুযায়ী এই স্বাস্থ্য কর্মীদের বেতন দেওয়া হয়। এই স্বাস্থ্য নিগমের একটি সুপারিশ অনুযায়ী এই ৪০০ জন স্বাস্থ্য কর্মীকে বেতন দেওয়া হত ৫০০ টাকা করে। যদিও সেই সুপারিশ অনুযায়ী ৫০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করে দেওয়াতে তাঁরা প্রবল সমস্যার মধ্যে পরেছেন।

প্রথমে তাঁরা জরুরি পরিষেবা দেবে না বলে ঠিক করেছিল। বারবার তাঁদের আশ্বাস দেওয়ার পর তাঁরা ঠিক করেন দুর্গাপুজোয় জরুরি পরিষেবা দেবেন। কিন্তু তার জন্য তাঁদের বেতন বাড়াতে হবে। নিজেদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ জারি থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

বুধবার মেয়র জানিয়ে দিলেন, স্বাস্থ্য কর্মদের দাবি মান্যতা দেওয়া হচ্ছে না। অর্থাৎ, পুজোয় কাজ করার জন্য যে বর্ধিত ভাতার দাবি তাঁরা করেছিলেন, তা খারিজ করে দিলেন মেয়র।

Read more!
Advertisement
Advertisement