Advertisement

RABINDRA BHARATI UNIVERSITY: রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে সৌন্দর্যায়নের নামে 'জঞ্জাল', একাধিক কাঠামো ভাঙছে পুরসভা

কলকাতা পুরসভা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে তিনটি ইটের কাঠামো ভেঙে ফেলা শুরু করেছে। ইতিমধ্যেই ক্যাম্পাসের একটি বিল্ডিং থেকে সারা বাংলা তৃণমূল শিক্ষক বন্ধু সমিতির ব্যানারও সরিয়ে দিয়েছে পুরসভা। সূত্রের খবর, বিল্ডিংয়ের ঘর দখল করেছিল ওই সমিতি। ভবনের একটি দেয়ালে কিছু ম্যুরালও আঁকা ছিল। সেগুলোও সরিয়ে রঙ করে দেওয়া হবে।

চলছে ভাঙার কাজ। সংগৃহীত ছবি
Aajtak Bangla
  • ,
  • 25 May 2023,
  • अपडेटेड 3:43 PM IST
  • কলকাতা পুরসভা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে তিনটি ইটের কাঠামো ভেঙে ফেলা শুরু করেছে।
  • ইতিমধ্যেই ক্যাম্পাসের একটি বিল্ডিং থেকে সারা বাংলা তৃণমূল শিক্ষক বন্ধু সমিতির ব্যানারও সরিয়ে দিয়েছে পুরসভা।

কলকাতা পুরসভা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে তিনটি ইটের কাঠামো ভেঙে ফেলা শুরু করেছে। ইতিমধ্যেই ক্যাম্পাসের একটি বিল্ডিং থেকে সারা বাংলা তৃণমূল শিক্ষক বন্ধু সমিতির ব্যানারও সরিয়ে দিয়েছে পুরসভা। সূত্রের খবর, বিল্ডিংয়ের ঘর দখল করেছিল ওই সমিতি। ভবনের একটি দেয়ালে কিছু ম্যুরালও আঁকা ছিল। সেগুলোও সরিয়ে রঙ করে দেওয়া হবে।

যে তিনটি কাঠামো ভাঙা হচ্ছে তার মধ্যে একটি বিশ্ববাংলার লোগো রয়েছে। বাকি দুটি বাগান করার জন্য জায়গা। সম্প্রতি এক আদেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য পুরসভাকে অবিলম্বে সমস্ত অনুমোদনহীন ওইসব কাঠামো, অতিরিক্ত নির্মাণ, প্রতীক, লোগো ইত্যাদি অপসারণের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-দেদার গুটখার পিকে ক্ষতির মুখে হাওড়া ব্রিজ, স্বাস্থ্য পরীক্ষায় IIT মাদ্রাজ

পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন, কাঠামোগুলি ক্যাম্পাসের এমারল্ড বোওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি ছিল,। যেটি এ গ্রেড হেরিটেজ বিল্ডিংয়ের তালিকায় রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement