কলকাতার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা যদি বাংলায় নাম না ডিসপ্লে করে, তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল হতে পারে। এমনই কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
পুরসভা গত ৩০ অগাস্ট একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম ওপরের অংশে স্পষ্টভাবে থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক।
মেয়র শুক্রবার জানান, যেহেতু ৩০ সেপ্টেম্বর অষ্টমীর দিন, তাই দুর্গাপুজোর সময় কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে উৎসবের পরে আইন কার্যকর করা হবে। তিনি বলেন, 'যেসব দোকান ও প্রতিষ্ঠান বাংলায় নাম লেখে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করব।'
তবে পুরসভার একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, কলকাতা পৌর আইন সরাসরি সাইনবোর্ডে বাংলা ব্যবহার না করার কারণে ট্রেড লাইসেন্স বাতিল করার ক্ষমতা দেয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন অফিসার জানান, আইন অনুযায়ী দোকান মালিকরা কমিশনারের অনুমতি নিয়ে নামবোর্ড বসাতে পারেন এবং এ ক্ষেত্রে কোনও ফি দিতে হয় না। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান এই নিয়ম মানে না। ফলে, বাংলা সাইনবোর্ড না থাকলে অনুমতিই বাতিল করা হবে, যা ব্যবসায়ীদের বাধ্য করবে নির্দেশ মানতে।
মেয়র ফিরহাদ স্পষ্ট করেছেন, যে এই পদক্ষেপ অন্য ভাষাকে অসম্মান করার উদ্দেশ্যে নয়। তাঁর কথায়, 'বাংলায় কথা বলার মানে এই নয় যে আমি হিন্দিকে অসম্মান করি।'
উল্লেখযোগ্যভাবে, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে বাংলাভাষীদের ওপর হামলার বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদের আবহে এই সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলছেন। অনেক শহরবাসী নির্দেশকে স্বাগত জানিয়েছেন।