Advertisement

Kolkata Nickname: 'সিটি অফ জয়' তো শুনেছেন, কলকাতার আরও ১০টি ডাকনাম আছে, জানতেন?

Kolkata Nickname: ডাকনামের চল অন্য রাজ্যের থেকে বেশি জনপ্রিয় এই বাংলায়। টুকটুকি, পেঁচি, ভেবলি, ফুলঝুরিরা বাংলার প্রায় প্রতি ঘরেই বিরাজমান। গ্রাম বাংলা ছাড়িয়ে উত্তর কলকাতার কালচারে এখনও ডাকনামের চল আছে। বাংলার ঘরে ঘরে ভাল নামের থেকে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে আদুরে ডাকনাম গুলি।

ভিক্টোরিয়া মেমোরিয়াল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 4:08 PM IST
  • ডাকনামের চল অন্য রাজ্যের থেকে বেশি জনপ্রিয় এই বাংলায়
  • টুকটুকি, পেঁচি, ভেবলি, ফুলঝুরিরা বাংলার প্রায় প্রতি ঘরেই বিরাজমান

Kolkata Nickname: ডাকনামের (Nickname) চল অন্য রাজ্যের থেকে বেশি জনপ্রিয় এই বাংলায়। টুকটুকি, পেঁচি, ভেবলি, ফুলঝুরিরা বাংলার প্রায় প্রতি ঘরেই বিরাজমান। গ্রাম বাংলা ছাড়িয়ে উত্তর কলকাতার কালচারে এখনও ডাকনামের চল আছে। বাংলার ঘরে ঘরে ভাল নামের থেকে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে আদুরে ডাকনাম গুলি। তেমনই কলকাতারও (Kolkata) রয়েছে ডাকনাম। তাও একটা, দু' টো নয়, একগুচ্ছ নাম। আপনার কী জানা আছে?

ভারতের প্রায় সব শহরেই ডাকনাম আছে। ঐতিহাসিকভাবে, সরকারিভাবে বা অনানুষ্ঠানিকভাবে স্থানীয়, বহিরাগতদের বা তাদের পর্যটন চেম্বার অফ কমার্সের কাছে পরিচিতি পেয়েছে এই নামগুলি। তেমনই কলকাতার একটি পরিচিত ডাকনাম 'সিটি অফ জয়' (City Of Joy)।

কলকাতার ডাকনাম
জয়ফুল সিটি, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ মিউজিয়ামস, সিটি অউ সারপ্রাইজেস, সিটি অফ প্যাশন, হেভেন অফ দ্য এজেড, সিটি অফ বিল্ডিংস, সিটি অফ ক্যাপিটালস, সিটি অফ ক্যাসেলস, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ফিনানশিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া।

তবে, স্বাধীনতার আগে রাজধানী কলকাতা যে গরিমা অর্জন করেছিল, সেই থেকে অনেক ডাকনামই পেয়েছে বাংলা। ১৯৪৭-এ স্বাধীনতার পর, কলকাতা, যা একসময় ভারতীয় বাণিজ্য, সংস্কৃতি এবং রাজনীতির প্রধান কেন্দ্র ছিল। পাড়া-কালচার, আড্ডার ঐতিহ্যের মতোই ডাকনামকেও বয়ে নিয়ে যাচ্ছে বাঙালি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement