Advertisement

Kolkata Police: আয়া-পরিচারক ও ভাড়াটেদের ফিল আপ করতে হবে নতুন ফর্ম, নয়া পদক্ষেপ পুলিশের

নিউ গড়িয়ার চাঞ্চল্যকর খুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। শহরের প্রতিটি বাড়িতে কর্মরত আয়া, পরিচারক-পরিচারিকা ও গাড়ির চালকদের তথ্য এবার বাধ্যতামূলকভাবে সংগ্রহ করবে পুলিশ। এর সঙ্গে ভাড়াটেদের তথ্য যাচাইয়ের উদ্যোগও শুরু হয়েছে। ইতিমধ্যেই লালবাজার থেকে থানায় থানায় বিশেষ ফর্ম পাঠানোর তোড়জোড় চলছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 2:53 PM IST
  • নিউ গড়িয়ার চাঞ্চল্যকর খুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।
  • শহরের প্রতিটি বাড়িতে কর্মরত আয়া, পরিচারক-পরিচারিকা ও গাড়ির চালকদের তথ্য এবার বাধ্যতামূলকভাবে সংগ্রহ করবে পুলিশ।

নিউ গড়িয়ার চাঞ্চল্যকর খুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। শহরের প্রতিটি বাড়িতে কর্মরত আয়া, পরিচারক-পরিচারিকা ও গাড়ির চালকদের তথ্য এবার বাধ্যতামূলকভাবে সংগ্রহ করবে পুলিশ। এর সঙ্গে ভাড়াটেদের তথ্য যাচাইয়ের উদ্যোগও শুরু হয়েছে। ইতিমধ্যেই লালবাজার থেকে থানায় থানায় বিশেষ ফর্ম পাঠানোর তোড়জোড় চলছে।

নিউ গড়িয়া-কাণ্ডের পর সতর্কতা
কিছু দিন আগেই নিউ গড়িয়ায় এক বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়া আশালতা সর্দার এবং তাঁর সঙ্গী মহম্মদ জালাল মীরকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় নিহতার গয়না। অভিযোগ, সদ্যনিযুক্ত ওই আয়া বাড়ির বৃদ্ধ দম্পতিকে আক্রমণ করে টাকা ও গয়না ছিনতাই করেন এবং বৃদ্ধাকে খুন করে হাত-পা বেঁধে রেখে যান। এই ঘটনার পর শহরে বাড়ির ভেতরে কর্মরত আয়াদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

পুলিশের উদ্যোগ
শহরের নিরাপত্তা জোরদার করতে এবার থেকে পরিচারক, আয়া, চালক ও ভাড়াটেদের তথ্য আলাদা করে নথিভুক্ত করা হবে। লালবাজার থেকে বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে, যেখানে তাঁদের নাম, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য এবং নিয়োগকারীর তথ্য লিপিবদ্ধ থাকবে। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ‘‘আয়া বা পরিচারকদের তথ্য সহজে কীভাবে পুলিশের কাছে পৌঁছনো যায়, তা নিয়ে আমরা পরিকল্পনা করছি। খুব শিগগিরই বিস্তারিত নিয়মাবলি জানানো হবে।’’

বাড়তি নজরদারি বয়স্ক নাগরিকদের জন্য
পুলিশের তরফে জানানো হয়েছে, বয়স্ক নাগরিকদের সুরক্ষা এই উদ্যোগের অন্যতম মূল লক্ষ্য। কলকাতা পুলিশের ওয়েবসাইটে আগে থেকেই ‘প্রণাম’ প্রকল্প চালু রয়েছে, যেখানে বয়স্ক নাগরিকদের তথ্য আপলোড করার ব্যবস্থা আছে। পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৩০ শতাংশ প্রবীণ নাগরিক একা থাকেন। সেই কারণে তাঁদের সুরক্ষায় নজরদারি আরও বাড়ানো হবে।

 

Read more!
Advertisement
Advertisement