Advertisement

Kolkata Police WhatsApp: নতুন আয়া, পরিচারিকা রেখেছেন? তথ্য WhatsApp-এই জানানো যাবে পুলিশকে, থানায় খোঁজ নিন

নিউ গড়িয়ায় এক বৃদ্ধার নির্মম হত্যাকাণ্ড শহরজুড়ে নাগরিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। গ্রেফতার হয়েছেন ওই বৃদ্ধার নতুন পরিচারিকা এবং তার পুরুষ সঙ্গী। এই ঘটনার জেরে লালবাজারে জরুরি বৈঠকে বসেন কলকাতা পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 12:21 PM IST
  • নিউ গড়িয়ায় এক বৃদ্ধার নির্মম হত্যাকাণ্ড শহরজুড়ে নাগরিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।
  • গ্রেফতার হয়েছেন ওই বৃদ্ধার নতুন পরিচারিকা এবং তার পুরুষ সঙ্গী।

নিউ গড়িয়ায় এক বৃদ্ধার নির্মম হত্যাকাণ্ড শহরজুড়ে নাগরিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। গ্রেফতার হয়েছেন ওই বৃদ্ধার নতুন পরিচারিকা এবং তার পুরুষ সঙ্গী। এই ঘটনার জেরে লালবাজারে জরুরি বৈঠকে বসেন কলকাতা পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। সিদ্ধান্ত হয়েছে, সাধারণ মানুষ যাতে আরও সহজে ও দ্রুত পুলিসকে বহিরাগতদের তথ্য জানাতে পারেন, তার জন্য চালু হতে পারে প্রতিটি থানার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর।

‍'বন্ধু' অ্যাপ থাকলেও ব্যবহার কম
বাড়িতে অপরিচিত ভাড়াটিয়া, পেয়িং গেস্ট, আয়া বা পরিচারক নিয়োগের পরে তাঁদের তথ্য জানাতে কলকাতা পুলিসের 'বন্ধু' অ্যাপ আগে থেকেই সক্রিয়। কিন্তু লালবাজারের রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ বাসিন্দাই এই অ্যাপের ব্যবহার করছেন না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের মধ্যে অ্যাপ ব্যবহারে অনীহা বা প্রযুক্তিগত অসুবিধা থাকায় সেই ব্যবস্থায় ফাঁক থেকেই যাচ্ছে। এই কারণেই নিউ গড়িয়ায় ৭০-র কাছাকাছি বয়সের এক মহিলাকে নিজের বাড়িতেই খুন হতে হয়।

প্রযুক্তি-অনভিজ্ঞতার খেসারত
তদন্তে উঠে এসেছে, ওই বৃদ্ধার বাড়িতে স্মার্টফোন থাকলেও তিনি শুধু ফোন ধরা বা হোয়াটসঅ্যাপে ছবি দেখার মতো সীমিত কাজই করতে পারতেন। নতুন পরিচারিকার বিষয়ে পুলিসকে কিছু জানাতে পারেননি তিনি। সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকার কারণে সাহায্যও মেলেনি।

এই পরিস্থিতিকে নজরে রেখে পুলিস কমিশনার স্পষ্টভাবে বলেন, 'পুলিসকে তথ্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অ্যাপে হোক বা হোয়াটসঅ্যাপে, মাধ্যম নয়, গুরুত্ব দিতে হবে তথ্য পৌঁছনোর ওপর।'

হোয়াটসঅ্যাপ নম্বর চালুর ভাবনা
নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিটি থানার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। কোনও নাগরিক যদি পরিচারিকা, আয়া, পেয়িং গেস্ট বা ভাড়াটে রাখেন, তাহলে তাঁর ছবি ও পরিচয়পত্র সেই নম্বরে পাঠাতে পারবেন। এতে বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য কাজটি অনেক সহজ হয়ে উঠবে। একইসঙ্গে থাকবে ফোনে তথ্য জানানোর ব্যবস্থাও।

তৈরি হচ্ছে নতুন গাইডলাইন
এই পরিষেবাকে কার্যকর করতে এবং নাগরিকদের সচেতন করতে একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে তথ্য পাঠাতে হবে, কী ধরনের নথি লাগবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে ওই নির্দেশিকায়।

Advertisement

'প্রণাম' প্রকল্পকে আরও সক্রিয় করার উদ্যোগ
লালবাজার সূত্রে খবর, পুলিসের কমিউনিটি উইং-কে এই বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের প্রতিটি থানা এলাকায় 'প্রণাম' প্রকল্পের আওতাভুক্ত প্রবীণ নাগরিকদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement