Advertisement

Kolkata Rain News Updates: কলকাতার এই রাস্তাগুলি আজ মরণফাঁদ, ট্র্যাফিক আপডেট

রাতভর চলা বৃষ্টিতে কলকাতা শহর ও শহরতলির বহু এলাকা জল থইথই। শহরের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জায়গাতেই জলমগ্ন অবস্থা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমেছে। কসবা, লেনিন সরণি, বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, প্রায় সবই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা পড়েছে।

ভয়াবহ পরিস্থিতি কলকাতার।-ফাইল ছবিভয়াবহ পরিস্থিতি কলকাতার।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Sep 2025,
  • अपडेटेड 3:10 PM IST
  • রাতভর চলা বৃষ্টিতে কলকাতা শহর ও শহরতলির বহু এলাকা জল থইথই।
  • শহরের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জায়গাতেই জলমগ্ন অবস্থা।

রাতভর চলা বৃষ্টিতে কলকাতা শহর ও শহরতলির বহু এলাকা জল থইথই। শহরের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জায়গাতেই জলমগ্ন অবস্থা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর পর্যন্ত জল জমেছে। কসবা, লেনিন সরণি, বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, প্রায় সবই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা পড়েছে।

কলকাতা ট্র্যাফিক পুলিশ আগেভাগে সতর্ক করেছিল যে শহরের বিভিন্ন অংশে জল জমার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জল জমার ফলে বেশ কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ, আবার অনেক স্থানে খুব ধীরে চলছে বাস ও ব্যক্তিগত গাড়ি।

জলমগ্ন এলাকা:
লালবাজার এবং আশেপাশের এলাকা
সিআর অ্যাভিনিউ ও বিবি গাঙ্গুলি স্ট্রিট
ঠনঠনিয়া কালীবাড়ি
স্ট্র্যান্ড রোড ও এমজি রোড ক্রসিং
মুক্তারামবাবু স্ট্রিট
কাঁকুড়গাছি আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস
রবীন্দ্র সরণির কিছু অংশ, এন্টালির কিছু এলাকা
থিয়েটার রোড, ল্যান্সডাউন রোডের কিছু ক্রসিং
এজেসি বোস রোড সংলগ্ন এলাকা
হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড
বালিগঞ্জ, গড়িয়াহাট, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট
কসবা ও তার আশপাশের এলাকা

যানজট সৃষ্টি হওয়া এলাকা:
মা উড়ালপুল
থিয়েটার রোড
এজেসি বোস উড়ালপুল
আমহার্স্ট স্ট্রিট
কাঁকুড়গাছি আন্ডারপাস
দ্বিতীয় হুগলি সেতু (শহরমুখী)
আমির আলি অ্যাভিনিউ
হসপিটাল রোড
লেনিন সরণি
বিধান সরণি
মহাত্মা গান্ধী রোড
সিআর অ্যাভিনিউ
আলিপুর রোড

কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, জমে থাকা জলে মাঝরাস্তায় বাস, গাড়ি ও বাইকের চলাচল ব্যাহত হচ্ছে। যার কারণে শহরের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। নাগরিকদের নিরাপত্তার কারণে জরুরি ছাড়া অনিচ্ছাকৃতভাবে রাস্তায় না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement