Advertisement

Salt lake: সল্টলেকে গাড়ি বিস্ফোরণে মৃত্যু বাইক আরোহীর, 'দর্শক' পুলিশকে ইঁট-পাটকেল জনতার

বুধবার বিকেলে সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক ডেলিভারি বয়ের। কেষ্টপুর ও সল্টলেকের মাঝামাঝি ৮ নম্বর ফুটব্রিজের কাছে চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কার পরপরই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যুসল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 7:21 PM IST
  • বুধবার বিকেলে সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক ডেলিভারি বয়ের।
  • কেষ্টপুর ও সল্টলেকের মাঝামাঝি ৮ নম্বর ফুটব্রিজের কাছে চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে।

বুধবার বিকেলে সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক ডেলিভারি বয়ের। কেষ্টপুর ও সল্টলেকের মাঝামাঝি ৮ নম্বর ফুটব্রিজের কাছে চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কার পরপরই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ওই ডেলিভারি বয় বাইকে করে যাচ্ছিলেন এবং কোনওভাবে রেলিংয়ের মাঝে আটকে পড়েন। গাড়িতে থাকা যাত্রীদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা গেলেও, তীব্র আগুনের কারণে তাঁকে বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আগুনে ঝলসে প্রাণ হারান তিনি।

দমকল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ খবর পেয়ে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গাড়িতে থাকা আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরও পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়নি। সময় থাকলেও ডেলিভারি বয়কে উদ্ধারের জন্য কার্যকর চেষ্টা হয়নি বলে দাবি তাঁদের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এখনও পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারানোর সঠিক কারণ জানা যায়নি। সল্টলেক পূর্ব থানা গোটা বিষয়টি তদন্ত করছে।

Read more!
Advertisement
Advertisement