Advertisement

Kaushiki Chakraborty: প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী, গ্রেফতার তাঁরই গানের স্কুলের যুবক

Kaushiki Chakraborty: লেক থানা মারফৎ জানা গিয়েছে যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ওঠে কৌশিকী চক্রবর্তীর গানের স্কুলের এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, আকাশ ভাণ্ডারী নামের ওই যুবককে তারা গ্রেফতার করেছে। পুলিশি হেফাজতে রয়েছে সে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আকাশ বেশ কিছুদিন ধরে কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করত।

কৌশিকী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2023,
  • अपडेटेड 9:04 PM IST
  • সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী প্রতারণার শিকার হলেন। তবে গ্রেফতার হয়েছে প্রতারক।

কিছুদিন আগেই এক প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। এবার খোদ সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী প্রতারণার শিকার হলেন। তবে গ্রেফতার হয়েছে প্রতারক। লেক থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

লেক থানা মারফৎ জানা গিয়েছে যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ওঠে কৌশিকী চক্রবর্তীর গানের স্কুলের এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, আকাশ ভাণ্ডারী নামের ওই যুবককে তারা গ্রেফতার করেছে। পুলিশি হেফাজতে রয়েছে সে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আকাশ বেশ কিছুদিন ধরে কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করত। 

তবে পুলিশকে কৌশিকী তাঁর অভিযোগে জানান যে গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে যে আয় হয় তা আচমকা কমে গিয়েছে। গায়িকার সন্দেহ হওয়ায় তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছে। গত ১৮ জুলাই লেক থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। দেখা যায়, আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

আকাশ ওই টাকা দিয়ে ল্যারটপ ও দুটি দামী মোবাইল কিনেছে। সবটাই পুলিশ উদ্ধার করেছে। গ্রেফতারও হয়েছে অভিযুক্ত। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement