Advertisement

SSKM New Record: নজির গড়ল SSKM হাসপাতাল, ৫ দিনে ২০০ সফল অস্ত্রোপচার

সরকারি চিকিৎসার হাল ফেরাতে ম্যারাথন অস্ত্রোপচার করে নজির গড়ল এসএসকেএম। ৫ দিনে ২০০টি অস্ত্রোপচার করে নজির তৈরি করেছে রাজ্যের SSKM হাসপাতাল। যা এককথায় নজিরবিহীন ঘটনা। যে কটা অস্ত্রোপচার হয়েছে সবকটিই সফলভাবে হয়েছে বলে খবর। 

নজির গড়ল এসএসকেএম হাসপাতাল।নজির গড়ল এসএসকেএম হাসপাতাল।
বিশাল দাস
  • কলকাতা,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 2:58 PM IST
  • সরকারি চিকিৎসার হাল ফেরাতে ম্যারাথন অস্ত্রোপচার করে নজির গড়ল এসএসকেএম।
  • ৫ দিনে ২০০টি অস্ত্রোপচার করে নজির তৈরি করেছে রাজ্যের SSKM হাসপাতাল।
  • যে কটা অস্ত্রোপচার হয়েছে সবকটিই সফলভাবে হয়েছে বলে খবর। 

সরকারি চিকিৎসার হাল ফেরাতে ম্যারাথন অস্ত্রোপচার করে নজির গড়ল এসএসকেএম। ৫ দিনে একেবারে ২০০টি অস্ত্রোপচার করে নজির তৈরি করেছে রাজ্যের SSKM হাসপাতাল। যা এককথায় নজিরবিহীন ঘটনা। যে কটা অস্ত্রোপচার হয়েছে সবকটিই সফলভাবে হয়েছে বলে খবর। 

সরকারি হাসপাতালে গেলেই দু'এক কথা খুবই প্রচলিত। সাধারণত শোনা যায় যে, সরকারি হাসপাতালে সব চিকিৎসাই সময় সাপেক্ষ। অনেকে আবার বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাই হয় না। তবে এই সব ধারণা এবার সাময়িক ভাবে বদলাল কলকাতার অন্যতম বড় সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল SSKM। যার আরেক নাম PG হসপিটাল। মাত্র ৫ দিনের মধ্যে ২০০টিরও বেশি অস্ত্রোপচার করে একরকম রেকর্ড গড়ল SSKM। SSKM হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সিনিয়র ডাক্তারদের উদ্যোগে এই কাজ সফল হয়েছে।

সার্জারি ও ল্যাপ্রোস্কোপি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অভিমন্যু বসু ও ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই কাজ সফল হয়েছে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, রেকর্ড মাফিক ৩০ জনেরও বেশি ডাক্তার একসঙ্গে কাজ করে একদিনে প্রায় ৩৫ থেকে ৪০টি অস্ত্রোপচার করেছেন।

সার্জারি ও ল্যাপ্রোস্কোপি বিভাগের সার্জেন দীপ্তেন্দ্র সরকার বলেন, 'এটা আমরা অন্যদের জন্য একটা উদাহরণ সেট করতে চেয়েছি। এভাবেই কাজ হওয়া উচিৎ। আমরা সব ডাক্তাররা মিলে চাইতাম যে দ্রুত এই সার্জারি গুলি হোক।'

অন্যদিকে, ডাক্তার সিরাজ আহমেদ বলেন, 'আমরা দেখছিলাম যে অনেক সার্জারি পেন্ডিং রয়ে গিয়েছিল। এই হাসপাতালে চিকিৎসা করাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। ফলে সেই ক্ষেত্রে সার্জারির দিন ঠিক করা নিয়ে দেরি হয়। এর আগে আমরা দিনে খুব বেশি হলে 10টি করে সার্জারি করতাম। তবে এখন নিজেদের মধ্যে ঠিক করি যে আমরা এর বেশি পারব। আর সেটাই আমরা করে দেখাচ্ছি। প্রায় দুশোর বেশি সার্জারি এবার আমরা ৫ দিনের মধ্যে করেছি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে সবকটি সার্জারি সফল হয়েছে। একই সঙ্গে খুশি হয়েছেন হাসপাতালে চিকিৎসা করানো বিভিন্ন রোগীর আত্মীয়রাও। 

Advertisement

সংবাদদাতা- অনির্বাণ সিংহ রায়

Read more!
Advertisement
Advertisement