Kolkata Traffic Update: রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মু সোমবার, আজ দু’দিনের সফরে বাংলায় এসেছেন। এই দুই দিনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। আজ কলকাতায় পৌঁছে নেতাজি ভবন ও জোড়াসাঁকোয় যাবেন তিনি। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুকে। আজ রাজভবনে থাকবেন তিনি। আগামিকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
একাধিক কর্মসূচিতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন রাষ্ট্রপতি। তাঁর দু’দিনের বাংলা সফরকে মাথায় রেখে আজ ও আগামিকাল শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই দু’দিনে শহরের কোন রাস্তা কখন বন্ধ বা ওয়ানওয়ে, কোন সময় কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে না— তা আগাম জানিয়ে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
কলকাতার সোমবারের ট্রাফিক আপডেট:
• সোমবার দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত এজেসি বোস রোড, উত্তর-দক্ষিণমুখী খিদিরপুর রোড, এটিএম রোড এবং হসপিটাল রোড যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
• এর পাশাপাশি, উত্তর ও দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউর গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, এদিকে বিবেকানন্দ রোডের রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত আর বিবি গাঙ্গুলি স্ট্রিটে সোমবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
• রানি রাসমণি অ্যাভিনিউয়ের পরিবর্তে স্ট্র্যান্ড রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। গিরিশ পার্ক থেকে এসপ্ল্যানেড মোড় পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট দিয়ে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে।
• এর পাশাপাশি, এপিসি রোড-এজেসি বোস রোড হয়ে যান চলাচল করবে। আজ বিকেল ৪টে ৩০ মিনিট থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউ ও অকল্যান্ড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় রানি রাসমণি রোডের পরিবর্তে জওহরাল নেহরু রোড দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতার মঙ্গলবারের ট্রাফিক আপডেট:
• মঙ্গলবারও সকাল থেকেই কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামিকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী রেড রোড, খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
• ওই দিন সকাল ৮টা ৪০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল আর মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর পাশাপাশি, সোমবার ও মঙ্গলবার শহরে পণ্যবাহী গাড়ির চলাচলও বন্ধ থাকবে।