Advertisement

Kolkata Traffic Update: স্বাধীনতা দিবসের মহড়া, সোম থেকে ৪ দিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

স্বাধীনতা দিবসের আগে শহরে চলবে কুচকাওয়াজের মহড়া। আর সে কারণে কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে। সম্পূর্ণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

ফাইল ফটোফাইল ফটো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 1:35 PM IST
  • শহরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া
  • সোমবার থেকে ৪ দিন চলবে মহড়া
  • বন্ধ থাকবে শহরের কোন কোন রাস্তা?

সোমবার থেকে শহরে শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। এর জেরে বন্ধ থাকবে একাধিক রাস্তা, ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। ৪ দিন পর্যন্ত কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে, কখন কোন রাস্তা এড়িয়ে চললে জ্যামে পড়ার সম্ভাবনা কম, রইল ট্রাফিকের হদিশ।

প্রতি বছরের মতো এবছরও রেড রোডে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে কুচকাওয়াজও হবে। আর সেই প্যারেড এবং কুচকাওয়াজের মহড়া শুরু হবে ৪ অগাস্ট, সোমবার থেকে। চললেব ৮ অগাস্ট, বৃহস্পতিবার পর্যন্ত। 

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কুচকাওয়াজের মহড়ার জন্য এই ৪ দিন কলকাতা ময়দান এবং সংলগ্ন এলাকার কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। সঙ্গে বন্ধ থাকবে জনসাধারণের হাঁটাচলাও। ভোর ৫টা থেকে সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী গাড়িগুলির জন্য), হসপিটাল রোড, পলাশি গেট রোড, লাভার্স লেন, কিংসওয়ের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। 

আরও পড়ুন

প্রোটোকল মেনে এবছরও রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা যাবে কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী। তার আগে চলবে সেই কুচকাওয়াজের মহড়া। 

উল্লেখ্য, নাগাড়ে চলা বৃষ্টির কারণে এমনিতেই গত কয়েকদিন ধরে কলকাতায় যান চলাচলের গতি স্লথ। তার উপর ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলমগ্ন থাকায় গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থেকে ভোগান্তি পোয়াতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে, সম্প্রকি মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ প্রান্তিক স্টেশনটি। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুধিরাম পর্যন্ত মেট্রো চলছে। চাপ পড়ছে নিত্য যাতায়াতে। এই স্টেশনে ট্রেন থেকে নেমে অসংখ্য মানুষ কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করতে আসেন। ফলে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। পরিষেবা আপরাতত বছর খানেকের আগে শুরুর চেষ্টা করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement