Advertisement

দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নীচে, কোন কোন জেলায় দাপট কুয়াশার?

কলকাতায় শীতের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে। মারকাটারি ব্যাটিং না হলেও, সকাল ও রাতের দিকে চালিয়েই খেলছে শীত। দুপুরের দিকে তাপমাত্রা বাড়লেও ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা ও শহরতলিতে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নীচেদক্ষিণবঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নীচে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 6:52 AM IST
  • কলকাতায় শীতের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে।
  • সকাল ও রাতের দিকে চালিয়েই খেলছে শীত।
  • ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা ও শহরতলিতে।

কলকাতায় শীতের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে। মারকাটারি ব্যাটিং না হলেও, সকাল ও রাতের দিকে চালিয়েই খেলছে শীত। দুপুরের দিকে তাপমাত্রা বাড়লেও ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা ও শহরতলিতে। 

শনিবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ১৪.১ ডিগ্রি। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.১ ডিগ্রি ও দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ফলে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।

আগামী ৭ দিন রাজ্যের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। অন্যদিকে, ৩০ জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় তাপমাত্রা কত ছিল দেখে নেওয়া যাক- কল্যাণী ৯.৫°সে., বাঁকুড়া ১১.০°সে, ব্যারাকপুর ১১.০°সে, ক্যানিং ১১.০°সে, শান্তিনিকেতন ১১.৫°সে, দমদম ১২.২°সে, পুরুলিয়া ১২.৪°সে,দীঘা ১৩.৩°সে।

জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর বর্তমানে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। এছাড়া উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২৬ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার। দক্ষিণ কর্নাটকে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তারই প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায়। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।

 

Read more!
Advertisement
Advertisement