Advertisement

Bengal Weather Update: আগামী ৭ দিন কোন কোন জেলায় বৃষ্টি? রইল আবহাওয়ার পূর্বাভাস

দুর্গাপুজোর আর মাত্র ক’টা দিন বাকি। চারদিকে উৎসবের আবহ, ঢাকের বাদ্য আর বাজারে শেষ মুহূর্তের ভিড়ে জমজমাট শহর-মফস্বল। তবে এই আনন্দের মাঝেই ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই ফের শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। ফলে পুজোর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, সবকিছুতেই বিঘ্ন ঘটতে পারে।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন।কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 6:41 AM IST
  • দুর্গাপুজোর আর মাত্র ক’টা দিন বাকি।
  • চারদিকে উৎসবের আবহ, ঢাকের বাদ্য আর বাজারে শেষ মুহূর্তের ভিড়ে জমজমাট শহর-মফস্বল।

দুর্গাপুজোর আর মাত্র ক’টা দিন বাকি। চারদিকে উৎসবের আবহ, ঢাকের বাদ্য আর বাজারে শেষ মুহূর্তের ভিড়ে জমজমাট শহর-মফস্বল। তবে এই আনন্দের মাঝেই ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই ফের শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। ফলে পুজোর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, সবকিছুতেই বিঘ্ন ঘটতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকে টানা ৬ দিন ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন, প্রবল বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গেও অনিশ্চয়তার আকাশ
উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে জারি হয়েছে হলুদ সতর্কতা। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে, যা পুজোর আনন্দে ভাঁটা ফেলতে পারে।

আরও পড়ুন

উৎসবের আগে চিন্তা বাড়াল আবহাওয়া
শেষ মুহূর্তে কেনাকাটা ও প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত মানুষজনের কাছে বৃষ্টির এই পূর্বাভাস বাড়িয়েছে চিন্তা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে নিরাপদে উৎসব উপভোগ করা সম্ভব।

 

Read more!
Advertisement
Advertisement