
উৎসবে মরশুম মিটতেই শীতের আমেজ। নভেম্বরের শুরুতেই পারদ পতন হল কলকাতায়। সোমবার ৩ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা। উল্লসিত শীতপ্রেমীরা।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবার পর্যন্ত ছিল ৩১.৪ ডিগ্রিতে। অর্থাৎ প্রায় ৩ ডিগ্রি পতন হয়েছে। অন্যদিকে, রাতের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে।
যদিও এদিন সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অপিস। মোটের উপর শুষ্কই থাকবে মহানগরের আবহাওয়া। ইতিমধ্যেই ভোরের দিকে হেমন্তর পরশ অনুভূত হতে শুরু করেছে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩ ডিগ্রি পারদ পতন বলে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শীতের এন্ট্রি কবে?
তবে শীত এখনই পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামতে শুরু করলেও এখনই কনকনে শীত অনুভূত হতে ঢের দেরি।
নয়া ঘূর্ণাবর্ত
এদিকে, চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণাবর্ত। গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মঙ্গলবার এটি মায়ানমার উপকূলের দিকে এগোবে। এর জেরে মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় উপকূল লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শুক্রবারের পর আর কোনও বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।
উত্তরবঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পঙে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে রয়েছে।