Advertisement

Kolkata yellow taxi: কলকাতায় হলুদ ট্যাক্সিই থাকবে, নতুন রূপে কামব্যাক, কীভাবে বুক করবেন?

কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। আর ট্যাক্সি বলতে হলুদ রঙের অ্যাম্বাসেডরকেই। তবে, এবার কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি এবার নতুন সাজে। এবার আর অ্যাম্বাসেডর নয়, মারুতিসুজুকির ওয়াগনআর হচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি।

কলকাতায় হলুদ ট্যাক্সিই থাকবে, নতুন রূপে কামব্যাক, কীভাবে বুক করবেন?কলকাতায় হলুদ ট্যাক্সিই থাকবে, নতুন রূপে কামব্যাক, কীভাবে বুক করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 4:27 PM IST
  • প্রাথমিকভাবে ২০টি ট্যাক্সি পথে নেমেছে
  • ন্তত ৩০০০টি এরকম ট্যাক্সি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে

কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। আর ট্যাক্সি বলতে হলুদ রঙের অ্যাম্বাসেডরকেই। তবে, এবার কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি এবার নতুন সাজে। এবার আর অ্যাম্বাসেডর নয়, মারুতিসুজুকির ওয়াগনআর হচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি। এনএ মোবিলিটি প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা চালু করল 'ইয়েলো হেরিটেজ ক্যাবস'। এনএ মোবিলিটি প্রাইভেট লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে মারুতিসুজুকি সংস্থার সঙ্গে ৷ এই সংস্থার উৎপাদিত ওয়াগনআর মডেলের গাড়িকে হলুদ রঙে সাজিয়ে পথে নামানো হয়েছে। বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অ্যাপ ক্যাবসের সূচনা করেন। প্রাথমিক ভাবে ২০টি ট্যাক্সি নিয়ে শুরু হয়েছে পরিষেবা।

প্রাথমিকভাবে ২০টি ট্যাক্সি পথে নেমেছে। পেট্রোল এবং সিএনজিতে চালিত এই ধরনের আরও ট্যাক্সি পথে নামানো হবে। অন্তত ৩০০০টি এরকম ট্যাক্সি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ট্যাক্সিগুলির গায়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ এবং শহিদ মিনারের ছবি থাকবে। যা শহরের সমৃদ্ধ ইতিহাস উদযাপন করে। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এই ট্যাক্সি বুক করা যাবে।

সূত্রের খবর, ১৫ বছরের মেয়াদ পেরিয়ে যাওয়ায় যে সব হলুদ ট্যাক্সি বাতিল হচ্ছে, তাঁদের চালকদের দিয়েই চুক্তির ভিত্তিতে এই হলুদ ট্যাক্সি চালাবে সংস্থাটি। অর্থাৎ হলুদ অ্যাম্বাসেডর বাতিল হয়ে গেলেও সেই গাড়ির চালক কর্মহীন হয়ে পড়বেন না। চালককে কোনও কমিশন দিতে হবে না। তবে, গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে চালকদের একটা টাকা তুলে দিতে হবে সংস্থার হাতে। এছাড়াও,  চালকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা দেবে এই সংস্থা।

আরও পড়ুন

কলকাতার ইতিহাসে হলুদ ট্যাক্সি একটি শতাব্দী প্রাচীন স্থান ধরে রেখেছে। ১৯০৮ সালে কলকাতায় প্রথম হলুদ ট্যাক্সি চলেছিল। এখন যদিও হলুদ ট্যাক্সি ছাড়াও অনেক রঙের ট্যাক্সির দেখা মেলে।

Read more!
Advertisement
Advertisement