Advertisement

Omicron In Kolkata:ফের শহরে ওমিক্রন আক্রান্তের হদিশ, বিদেশ থেকে ফিরেই পজিটিভ যুবক

দেশে প্রতিদিনই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মাঝেই রাজ্যে ফের এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। জানা যাচ্ছে আয়ারল্যান্ড ফেরত এক যুবকের শরীরে এই ভাইরাস মিলেছে। বর্তমানে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

কলকাতায় ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 24 Dec 2021,
  • अपडेटेड 7:25 PM IST
  • কলকাতায় ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ
  • আয়ারল্যান্ড থেকে ফেরেন ওই যুবক
  • আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে

দেশে প্রতিদিনই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মাঝেই রাজ্যে ফের এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। জানা যাচ্ছে আয়ারল্যান্ড ফেরত এক যুবকের শরীরে এই ভাইরাস মিলেছে। বর্তমানে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 

আয়ারল্যান্ড থেকে ফিরেই আক্রান্ত
বর্তমানে নতুন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রামিত ব্যক্তির সংখ্যা ৪ পৌঁছল। জানা যাচ্ছে ২৭ বছরের ওই যুবক আয়ারল্যান্ডের ডাবলিন থেকে কলকাতায় ফিরেছিলেন। দমদম বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। । তার আগে ডাবলিনেও তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে তাঁর করোনা পরীক্ষা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তিনি আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর নুমনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ, জানা গিয়েছে তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। 

বর্তমানে স্থিতিশীল ওই যুবক
আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আসার পর কোভিডবিধি মেনে বাড়িতেই ছিলেন তিনি। গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,  ওই যুবকের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, সেই সব ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের নুমনা পরীক্ষা করা হবে। ১৪ দিন পর্যবেক্ষণেও রাখা হবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement